পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালবাসার দিন আজ

ছবি
  https://youtu.be/JWx-vJ7eIyY // ভালবাসার দিন আজ //    লা গাম ছেড়ে, আড়াল হলে শীত বাতাবি ফুলের গন্ধে মাতোয়ারা আকাশ, বাতাস, তুমি, আমি, ওরা আমের মুকুল মারছে উঁকি ডালে কাঞ্চন ফুলের আড়ালে কোকিল বলে বসন্ত তো এলো দ্বারে, কোথায় তুমি?  মনে কি আছে ভালবাসার দিন আজ স্বপ্ন ছিল, পাবে কাছে, মনের মানুষটাকে আবেগভরা লাল গোলাপের নিবেদনে লিপস্টিক আঁকবে তার রক্তিম ছবি তোমার ভরাট জোড়া গালের পালে। হারায়নি কিছুই, ছবি আজও ভাসে, তখন আমার কৈশোরর ভরা বেলা প্রেমের আবেগে লুকোচুরি খেলা সেদিন চনমনে দুপুরে পায়ে পায়ে পৌঁছে গেলাম গোলপার্কের গোলে এক গুচ্ছ  গোলাপ, নেবো বলে। সেলোফেনে মোড়া গোলাপ হাতে লেকের ধারে ছাতিম গাছের নীচে বহুকালের সঙ্গী সেই সবুজ বেঞ্চে, অপেক্ষায়, বিকেল গড়িয়ে অন্ধকারে, এলিনা সে দিন আর এলোনা ফিরে মোবাইল বলছে "আউট অফ রীচ" বেঞ্চের গায়ে এলানো নিস্তেজ  ফুল ধরল আমার হাত উৎকন্ঠায়, অভিমানে বিছানার ধবধবে সাদা পাট পাট চাদরে  ছড়ালো বিনিদ্র অস্থিরতা সারারাত বিছানায় আমি, পাশে নিস্তেজ সাক্ষী ভোরের বাতাস বিনিকাটে ঘুমের সুখে বন্ধুর ফোন নারিয়ে দিল সাত সকালে বলল, এলিনা নিরুদ্দেশ, পুলিশি কলমে, সেই যে হারালো এল