কে দেবে বলে আমায়
https://youtu.be/3JTUF81JqIA // কে দেবে বলে আমায় // আঁচড় কাটতে কাটতে কেটেছে এতটা কাল, কখনও তো হয়নি হুস, অচেতনে কিংবা চেতনে, জিজ্ঞাসা জাগে মনে বার বার, ফেলে আসা সময় কি দেবে সাথ? আলিঙ্গনে বাঁধতে, বাড়বে কি হাত? ভাবা তো হয়নি এমন করে, মাপাও যায়নি তেমন করে, এ কায়া কায়েম হবে, আর কতকাল। মেনেছে এ মন অহরহ অমনই, মিলে গেলে হিসেব জোড়ে, বিজোড়ে, তড়িঘড়ি সমন হাতে পেয়াদা, হাজির হবে তক্ষুণি। থমকে যাই লাল, হলুদ, সিগনালে, হাতে, পায়ে, কেমন যেন অসাড় লাগে। তবুও বলি মনে মনে এমনই, গাছপালা, ফুল, পাখি, ঝর্ণা, নদী, চলছে যেমন চলুক তেমনই সুখ ঘিরে থাকুক আলো আঁধারে পূর্ণিমা, অমাবস্যার টানাপোড়েনে। পৃথিবী আমায় দিয়েছে প্রাণ, করেছে আপন, করেছে যতন, স্নেহ, মায়া, মমতার বাঁধনে, অহরহ অকপটে, অক্লেশে। ঋণের বোঝা শঙ্কিত করে, খেলাপী ধ্বজা ঐ বুঝি ওড়ে। প্রশ্ন জাগে মনের গভীরে, থেকে থেকে বারে বার, নিয়েছি তো অনেক কিছুই কতটুকুই বা পেরেছি ফেরাতে, কে দেবে বলে আমায়।।