পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কে দেবে বলে আমায়

ছবি
                                                                      https://youtu.be/3JTUF81JqIA // কে  দেবে  বলে   আমায় // আঁচড় কাটতে কাটতে কেটেছে এতটা কাল, কখনও তো হয়নি হুস, অচেতনে কিংবা চেতনে, জিজ্ঞাসা জাগে মনে বার বার, ফেলে আসা সময় কি দেবে সাথ? আলিঙ্গনে বাঁধতে, বাড়বে কি হাত? ভাবা তো হয়নি এমন করে, মাপাও যায়নি তেমন করে, এ কায়া কায়েম হবে, আর কতকাল। মেনেছে এ মন অহরহ অমনই, মিলে গেলে হিসেব জোড়ে, বিজোড়ে, তড়িঘড়ি সমন হাতে পেয়াদা, হাজির হবে তক্ষুণি। থমকে যাই লাল, হলুদ, সিগনালে, হাতে, পায়ে, কেমন যেন অসাড় লাগে। তবুও বলি মনে মনে এমনই, গাছপালা, ফুল, পাখি, ঝর্ণা, নদী, চলছে যেমন চলুক তেমনই সুখ ঘিরে থাকুক আলো আঁধারে পূর্ণিমা, অমাবস্যার টানাপোড়েনে। পৃথিবী আমায় দিয়েছে প্রাণ, করেছে আপন, করেছে যতন, স্নেহ, মায়া, মমতার বাঁধনে, অহরহ অকপটে, অক্লেশে। ঋণের বোঝা শঙ্কিত করে, খেলাপী ধ্বজা ঐ বুঝি ওড়ে। প্রশ্ন জাগে মনের গভীরে, থেকে থেকে বারে বার, নিয়েছি তো অনেক কিছুই  কতটুকুই বা পেরেছি ফেরাতে, কে দেবে বলে আমায়।।

এসো বাঙলাকে নিয়ে স্বপ্ন গড়ি

ছবি
                        https://youtu.be/rvsHMJqDmlU  // এসো বাঙলাকে নিয়ে স্বপ্ন গড়ি // এ ইতো সময় মোহভঙ্গ মেলেছে ডানা, মনেতে, তোমার আমার কিংবা আরও, কারো কারো, শিকড়ের টান শিরদাঁড়া ধরে টানছে কাছে, বলছে, এসোনা বাঙলা নিয়ে মাতি, নীল আকাশের নীচে, হাতে হাত ধরি, চোখে চোখ রাখি, বসন্ত বাতাসে, বাঙলায় গানবাঁধি, গপ্পকরি, কাব্যগাথি, মন ভরে। ইচ্ছেকরে, বলি সমস্বরে, বাঙলা আমার গুপ্ত মন্ত্র বাঙলা আমার মায়া কখনও সে জননী আমার কখনও সে আমারা জায়া। বাঙলা আমার মায়ের আঁচল আড়াল করেছে আমার সুখ যেখানেই যাই কাছে পেতে চাই বাঙলা মায়ের হাসিমাখা মুখ। ধরণী আমায় ধারণ করেছে এই ভাষাতে, জন্মলগ্নে জুড়েছে জবান এই ভাষাতে, এই ভাষাতেই আজান প্রহর, এই ভাষাতেই মন্ত্র পাঠ, এই ভাষাতেই প্রার্থনা আমার এই ভাষাতেই শিষ্টাচার। যমজ আমরা মায়ের কোলে, পদ্ম, শাপলা দুহাতে দোলে, দুচোখে মায়ের আনন্দ ধারা এপারে বইছে গঙ্গা, যমুনা ওপারের কূলে পদ্মা, মেঘনা। বাউল আজও বাঙলায় গান গায় গাঁয়ে গাঁয়ে চলার পথে মাটির পা'য়। পদ্মার জোয়ারে মাঝি বাইছে দাঁড় মনের সুখে, বাঙলা গীত কন্ঠে তার। ভাষা দিবসে শহীদ, চাইছে শপথ বলছে বন্ধু, হাতে হাত ধরো গলা ছেড়ে বলো সবাই আমর