মা তোমায় প্রণাম
‘মা’ তোমায় প্রণাম (Link) মা , তোমার থেকেই আলো দেখা তোমার হাতে হাতেখড়ি তোমার কাছে আঁকতে শেখা তোমার গলায় গানের কলি তোমার হাতেই জলপটি। ইচ্ছে করে, ছুট্টে গিয়ে তোমায় জড়িয়ে ধরি, কোলে বসে বুকের ভেতর মুখটা গুঁজি। মা, দাওনা আমায় ঝিনুক বাটি, ছোটবেলার খেলনা বাটি, ভাললাগার সঙ্গী সাথী, খেলি আমি আপন মনে ঘুরে ঘুরে তোমায় দেখি। মা, আমার মা চাওয়া পাওয়ার মা, সখ আহ্লাদের মা, সান্ত্বনা প্রলেপের মা, জ্বালা জুড়ানোর মা, মা, এসোনা তোমায় আদর করি, তোমায় প্রণাম। মনে পড়ে, ফিরছি সেদিন ছোট স্কুল থেকে ছোট পায়ে ছোট ব্যাগ ছোট্ট কাঁধে বায়না ধরে পরেছি ঝুলে তোমার কোমল হাতটি ধরে। চেয়েছি আমি, একতারা, ডুগডুগি, বাঁশের বাঁশী, লাল লাঠি লজেন্স কিংবা মুখোশ, দিয়েছ তুমি সবই, যেমন চেয়েছি আমি, প্রণাম, তোমায় প্রণাম। মনে পড়ে যখনই আসি আমি, এই পথের বাঁকে কৃষ্ণচূড়ার কাছে, খুঁজি ঘাসের ওপর, হারানো সঙ্গী আমার, সেই আদর জড়ানো ফিডিংবটল, হয়ত আজও দেখে সে আমায়, মুচকি হাসে। মনে পড়ে, শীতের দুপুরে খেলছি এক্কাদোক্কা দুজনেতে মিলে, তুমি দাঁড়িয়ে সাগরে, আমি শুরুর ঘরে, সেপটিপিনের ঝোপা ফেলে লাফাচ্ছি পায়ে পায়ে ঘর পেরিয়ে অন্য ঘরে থমকে গেলে পারাপা