পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মা তোমায় প্রণাম

ছবি
‘মা’ তোমায় প্রণাম  (Link) মা , তোমার থেকেই আলো দেখা তোমার হাতে হাতেখড়ি তোমার কাছে আঁকতে শেখা তোমার গলায় গানের কলি তোমার হাতেই জলপটি।   ইচ্ছে করে, ছুট্টে গিয়ে তোমায় জড়িয়ে ধরি, কোলে বসে বুকের ভেতর মুখটা গুঁজি।   মা, দাওনা আমায় ঝিনুক বাটি, ছোটবেলার খেলনা বাটি, ভাললাগার সঙ্গী সাথী, খেলি আমি আপন মনে ঘুরে ঘুরে তোমায় দেখি।   মা, আমার মা চাওয়া পাওয়ার মা, সখ আহ্লাদের মা, সান্ত্বনা প্রলেপের মা, জ্বালা জুড়ানোর মা, মা, এসোনা তোমায় আদর করি, তোমায় প্রণাম।   মনে পড়ে, ফিরছি সেদিন ছোট স্কুল থেকে ছোট পায়ে ছোট ব্যাগ ছোট্ট কাঁধে বায়না ধরে পরেছি ঝুলে তোমার কোমল হাতটি ধরে। চেয়েছি আমি, একতারা, ডুগডুগি, বাঁশের বাঁশী, লাল লাঠি লজেন্স কিংবা মুখোশ, দিয়েছ তুমি সবই, যেমন চেয়েছি আমি, প্রণাম, তোমায় প্রণাম।   মনে পড়ে যখনই আসি আমি, এই পথের বাঁকে কৃষ্ণচূড়ার কাছে, খুঁজি ঘাসের ওপর, হারানো সঙ্গী আমার, সেই আদর জড়ানো ফিডিংবটল, হয়ত আজও দেখে সে আমায়, মুচকি হাসে।   মনে পড়ে, শীতের দুপুরে খেলছি এক্কাদোক্কা দুজনেতে মিলে, তুমি দাঁড়িয়ে সাগরে, আমি শুরুর ঘরে, সেপটিপিনের ঝোপা ফেলে লাফাচ্ছি পায়ে পায়ে ঘর পেরিয়ে অন্য ঘরে থমকে গেলে পারাপা

পোটোপাড়ার কেষ্ট পোটো

ছবি
//  পোটোপাড়ার কেষ্ট পোটো   //   (link)    “ তু মি   পোটোপাড়ার   কেষ্ট   পোটো দেখার   দৃষ্টি   মেলে দেখছি   আমি   তোমায় মাথায়   সাদামাখা   ঝাঁকরা   চুল পরনে   হাঁটুতোলা   ধুতি পেটওঠা   মলীন   গেঞ্জী পায়ের   ভারী   চপ্পলে চাপধরা   এঁটেলে এঁটে   থাকা   পাটচুল ছিটিয়েছে   রাঙানোর   রঞ্জন হাতের   এপাশে   ওপাশে এগাল   ওগাল   রাঙিয়েছে   রংয়ে । চিনতে   পারছ   পোটো মন্ডপের   বাইরে   দাঁড়ানো তোমার   গড়া   গড়নকে ? একে   একে   সেজেছে   ওরা মহিলা ,  পুরুষ ,  বৃহন্নলা , সমকামী   পুরুষ   ও   নারী রূপান্তরকামী   পুরুষ   ও   নারী সংশয়ের   নেই   কোন   অবকাশ ঈশ্বরের   সৃষ্টি   জীবন্ত   এমনই । তোমার   হাতের   ছোঁয়া মুগ্ধ   করেছে   মন   সবাকার দেখনা   থিম   ভাবাচ্ছে   কেমন বলছে   সবাই   সাবাশ   সাবাশ শুধু   ছিটকে   গেছ   তুমি   নিভৃতে অপুষ্টির   অশক্ত   শরীরে দমফাটা   ভিড়ের   দাপটে সবাকার   অগোচরে নালার   কাদা   পাঁকে তবুও   ভাবছ   তুমি   এমনই বাঁশ   কাঠ   পাট   আঠা মাটি   রং   এক   সবই ফারাক   শুধুই   পেশীর   টান আর   তুলিতে   তোলা   দৃষ্টি তাই   বুঝি   তুমি   মৃৎশিল্পী ভাবছ   তুমি   মানব   দেহে ঈশ্বরের  

ফরমান

ছবি
  // ফরমান //    (Link)    ভো রের আলোয় ওরা মাটির গন্ধ শোঁকে দিনদুপুরে গতর খাটে মাটিমাখা ঘামে মাটিতেই জন্ম ওদের মাটিতেই সোহাগ মাটির সুরে গান বাঁধা মাটিতেই অবকাশ।   কখনও কখনও এমনও হয় লাঙ্গল ফেলে ওরা নারা নাড়ে মাটির মায়ার টানে পায়ে পায়ে পেরিয়ে মাটি সামিল শহরের রাজপথে।   বিদ্রোহ ওদের, ওদেরই সাজানো রাজার জারি ফরমানে, বজ্রমুষ্ঠী সঙ্গে শানানো স্বরে মাতাচ্ছে আকাশ বাতাস অহরহ রাতের লজ্জা জড়ানো শিশির বৃষ্টির ধারা হয়ে ছুঁয়ে যায় পোক্ত পেশীকে সমরের অশক্ত তাবুর নীচে।   আকাশের দিকে চেয়ে আশায় বুকপাতে ওদের ভাষা, প্রকৃতির চোখের জলে আবেগভরা মন মাতছে উন্মাদনায় এই বুঝি ভেঙ্গে গুড়িয়ে দেবে সামনের বাঁধার প্রাচীর।   উল্লাসে উল্লাসে ধ্বনিত চারিধার হবে জয়, হবে জয়, হবে জয়, জয় কৃষাণ, জয় মাটির সন্তান, ফরমান মানছিনা মানবোনা, আমাদের বাঁধতে চাও, বাঁধতে পারো, বদ্ধভূমিতে ফেলতে চাও ফেলতে পারো, নিঃসঙ্গ কারাবাসে নিক্ষেপ, তাও করতে পারো, আমরা দমছিনা, দমবোনা।   মাটিতে কানপাতো বন্ধু শুনতে পাবে ভাড়ি বুটের শব্দ দূরত্ব এখন দুর পরস্পরে রোগ শোকের ভয় নয় আর বাতাসে বারুদের গন্ধ ঐ ভেসে যায়।   একে একে চুমে যায় ওরা শহীদের নিথর দেহ উন্মুক্

পুতুল খেলা

ছবি
      //  পুতুল খেলা  //    অ পেক্ষায় ছিলাম তুমি আসবে পুতুল খেলা হবে আমায় বলবে, কই কবে তোমার পুতুল বিয়ে ওদের নিয়ে এসো দেখাও দেখি রাজকন‍্যা, রাজপুত্তুর খেলা হবে, ম‍েরাপ বাঁধা হবে, সানাই বাজবে, আসবে চিত্রকর, ঘোড়াওয়ালা, হালুইকর, মিলবে কন‍্যাযাত্রী, বরযাত্রী সাঙ্গপাঙ্গ, দলবল। ভাবনায় সবই যেন বেসুরা আলাপ এখানে এমনই অনুচ্চারিত শব্দে অগোছালো ঠোঁট উঠছে কেঁপে বারবার সামনে দাঁড়ানো  দেয়াল, এপারে আমার আমি, ওপার ওদের আমি, হারিয়েগেছে সাগর, উজান স্রোতে নদী পেরিয়ে খাল হয়ে বিলে  সবই আজ অচেনা লাগে সাগরের চওড়া বুকে ওঠে ঝড় কাঁপে  বিলাপে থেকে থেকে নিরুত্তাপ বিল বয়ে চলে দুকুলকে তুলে কোলে আপনতালে এভাবেইতো একা হয়ে যেতে হয় বাঁধন আলগা হতে হতে বন্ধন মুক্ত হয় এখন এখানে সবাই একা হতে চায় কেউ আগেও নয়, কেউ পেছনেও নয় ছিদ্রান্বেষণে ব‍্যস্ত সকলে গাল দিচ্ছে পরস্পরে আঘাত হানছে একে অপরকে বলছে গলা ছেড়ে দুঃখ শুধু তোমারই, সামলে রাখো ওর কোন ভাগ হবেনা সবই যদি খেলা হবে আসল তবে কোথায় কবে প্রশ্ননিয়ে প্রশ্নবানে জর্জরিত ফুরোতে ফুরোতে এবার ফিরে দেখা হয়কি নয়, নয়কি হয়, কোনটা ঠিক, কোনটা বেশী অধরা তবুওতো একা সবাই একাই কাটিয়ে যাওয়া একাতেই