ফরমান



 // ফরমান //   (Link)

  

ভোরের আলোয় ওরা

মাটির গন্ধ শোঁকে

দিনদুপুরে গতর খাটে

মাটিমাখা ঘামে

মাটিতেই জন্ম ওদের

মাটিতেই সোহাগ

মাটির সুরে গান বাঁধা

মাটিতেই অবকাশ।

 

কখনও কখনও এমনও হয়

লাঙ্গল ফেলে ওরা নারা নাড়ে

মাটির মায়ার টানে

পায়ে পায়ে পেরিয়ে মাটি

সামিল শহরের রাজপথে।

 

বিদ্রোহ ওদের,

ওদেরই সাজানো

রাজার জারি ফরমানে,

বজ্রমুষ্ঠী সঙ্গে শানানো স্বরে

মাতাচ্ছে আকাশ বাতাস অহরহ

রাতের লজ্জা জড়ানো শিশির

বৃষ্টির ধারা হয়ে

ছুঁয়ে যায় পোক্ত পেশীকে

সমরের অশক্ত তাবুর নীচে।

 

আকাশের দিকে চেয়ে

আশায় বুকপাতে ওদের ভাষা,

প্রকৃতির চোখের জলে

আবেগভরা মন মাতছে উন্মাদনায়

এই বুঝি ভেঙ্গে গুড়িয়ে দেবে

সামনের বাঁধার প্রাচীর।

 

উল্লাসে উল্লাসে ধ্বনিত চারিধার

হবে জয়, হবে জয়, হবে জয়,

জয় কৃষাণ, জয় মাটির সন্তান,

ফরমান মানছিনা মানবোনা,

আমাদের বাঁধতে চাও,

বাঁধতে পারো,

বদ্ধভূমিতে ফেলতে চাও

ফেলতে পারো,

নিঃসঙ্গ কারাবাসে নিক্ষেপ,

তাও করতে পারো,

আমরা দমছিনা, দমবোনা।

 

মাটিতে কানপাতো বন্ধু

শুনতে পাবে ভাড়ি বুটের শব্দ

দূরত্ব এখন দুর পরস্পরে

রোগ শোকের ভয় নয় আর

বাতাসে বারুদের গন্ধ

ঐ ভেসে যায়।

 

একে একে চুমে যায় ওরা

শহীদের নিথর দেহ

উন্মুক্ত উলঙ্গ রাজপথে

হায়রে, পূর্বপুরুষের মিলন মাটি

নবান্ন হবেনা বুঝি আর

ওদের আদরের ফলানো ফসলে।

 

ঐ শোনো ভাঙ্গছে ওরা

শক্ত শেকল,

আরক্ষিত আর থাকবেনা ফরমান,

মুচকি হেসে বলছে বিধাতা,

জয়ের মুকুট প্রাপ্য ওদেরই

ওরাই হবে রাজার রাজা

ওরাই পাবে রাজার সম্মান।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी