আমি একচিলতে স্বপ্ন সঙ্গে নিতে চাই
// আমি একচিলতে স্বপ্ন সঙ্গে নিতে চাই // (Link) ও রা বলছে এবার যেতে হবে সময় হয়েছে, ওরা বলছে এবার বাঁধন খুলতে হবে আলগা হয়েছে, স্বপ্ননিয়ে নাড়াচাড়ার সময় শেষ শেষ, কথা দেওয়া, কথা নেওয়া পরিচয়, আলাপচারিতা আর নয়, আর নয় খুনশুটি বাকবিতন্ডা, থমকে গেছে ভীতি অস্থিরতা, ছেদ পড়েছে অনুভূতির অন্তরালে ভালোলাগা, ভালোবাসার সহবস্থানে, অসহায় অস্বস্তি ঘোরাফেরা করে এখানে ওখানে আমার অগোচরে, হেমন্ত বসন্তের আনাগোনা নয় আর, নয় ফুরফুরে বাতাসে তোমার সুগন্ধ, এখন ব্যস্ততার অজুহাত এমনই, খুঁজে খুঁজে হাতরানো বন্দীকরা সুখ উন্মোচন তার সার্বিক স্মৃতিচারণে, সব শেলফি ফিকে হয়ে গেছে আজ তবুও তো প্রথম দেখার সেই তুমি আজও আছো যেমন ছিলে তেমনই, পুর্ণিমার জোৎস্না বিছোনো আঁচলে ঢেকে দিতে কি পারো মুখ আমার? আমি একচিলতে স্বপ্ন সঙ্গে নিতে চাই।।