পিছিয়ে পড়া মানুষ মেলাচ্ছে পা
পিছিয়ে পড়া মানুষ মেলাচ্ছে পা
জঙ্গল ছাঁটা আঁকাবাঁকা জংলী পথে
চলেছে কায়া সঙ্গে ছায়া শেষরাতে
পাকস্থলির পরিপাকে বাসি পান্তা
কাঁধে পুঁটুলি, হাতে হাঁসুলি
বুকে ঝোলান মাদল, সঙ্গী বাঁশরী
ওদের ডাক পরেছে ঘুঘুডাঙ্গার মাঠে
নাচতে হবে, রঙ্গ হবে, ভবিষ্য পাঠ হবে,
ভালো ভালো ভোজ হবে, নগদে নজরানা হবে,
সুবিধাভোগী মানুষ শুনছে ওদের পদধ্বনি
নিজেদের বাঁচাতে ধরতে চায় ওদের হাত
ব্যবধান বুঝি আর বাধা নয়, তুষ্ট ওরা স্বল্পেই
স্বপ্নের ফাঁদে ফেঁসে যাবে ওরা সহজেই।
ওরা সভা দেখে, মেলা দেখে, আমোদে মাতে
নাগরদোলার ঘুরপাকের চক্করে ওরা
আশমান দেখে, আলোর রোশনাই দেখে,
দিন শেষ, এবার ফেরার পালা আস্তানায়
অগোছাল পায়ে, মস্তিতে মাতোয়ারা মেজাজে,
মাথা থেকে উবেগেছে স্বপ্নিল সভা-ভাষণ
পথ পাশে বিছানো শরীর, আচ্ছন্ন সুখ নিদ্রায়।
আবার সূর্য ওঠে, এগিয়ে যায় দিন দিনের মতো,
সামনে শুকনো মাঠ, গবাদি পশুর দেখা নেই আর।
আড়াল করা মুখ চাপা স্বরে বলে যায়
চাঙ্গা করো নিজেকে, শিরদাঁড়া সোজা রাখো
গলা চড়িয়ে বল, আমরাও দেশের মানুষ
আমরা বাঁচতে চাই সমানে সমানে,
আমাদের দাবানো আর যাবে না
অন্ন, অর্থ, বাসা, বস্ত্র, শিক্ষা, সবই চাই
আমাদের কথা আমরাই বলতে চাই,
শেষ হোক অন্যায়, শেষ হোক অবিচার।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন