কোল বদল
স্বপ্ন, এমনই দেখেছিলে তুমি বার বার
বলেছিলে, জন্ম নেবে এখানেই আবার,
বদল হবে কায়া, বদলাবেনা উচ্চারিত স্বর।
হয়তো সবাই পাতবে কান, এখানে ওখানে
শুনবে বলে সেই ধ্বনি, যা বেঁধেছে বাসা,
কালের স্রোতে শ্রোতার অন্তরে অন্তরে।
পাখী হয়ে যদি তুমি জন্ম নাও,
আলো ঝলমলে শীতের ভোরে,
কান পাতবো পাখীদের কলতানে,
খুঁজে নিতে তোমার চেনা সেই স্বরকে।
মীন হয়ে যদি জন্ম নাও,
ভরা কটালে বিলের খেপলা জালে,
আড়ি পাতবো চিনে নিতে চেনা সেই স্বরকে।
বন্যপ্রানী হয়ে যদি জন্ম নাও,
নিঃশব্দে ওত পেতে শুনবো শব্দ, চুমুকের,
পাহাড়ের কোল বেয়ে আসা নদীর স্রোতে।
পতঙ্গ হয়ে যদি জন্ম নাও,
বৃষ্টি থেমে গেলে, ঝিঁঝির শব্দে পাতবো কান,
চিনে নিতে সেই আকাঙ্খিত স্বরকে।
বৃক্ষ হোয়ে যদি জন্ম নাও,
ম্যাগনোলিয়ার কুড়ি থেকে ফুল ফোটা,
চুপিসারে শুনবো ভাষা তার,
আনন্দে হবো মাতোয়ারা আমি,
আকাশে দু হাত উচিয়ে বলবো,
শোন সবাই শোন, পেয়েছি পেয়েছি,
সেই স্বরের ঘ্রাণ, যা খুঁজেছি আমি,
সময় জুড়ে সময়কে সঙ্গে করে।
তবেকি, এমন করেই কোল বদলে
কায়া হয়ে ফিরে আসা যায়,
নাকি, স্বপ্ন শুধুই আঁকিবুকি কাটে,
আলো আঁধারে একাকি,
অজান্তে অবচেতনে, মনের গহনে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন