পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীল পাখি

ছবি
   //  নীল   পাখি  // (Link) নী ল   পাখি , বলনা ,  এমন   হলেই   বা   কেমন   হয় ? পরিচিত   আমরা   একে   অপরের , অথচ ,  কেউ   আমরা   কারো   নয় । বদলে   গেছে   কাল ,  বদলে   গেছে   অভিমান , সংবেদনে  নেই   আর   সুর   লয়   তাল , সবই   কেমন   যেন   অচেনা   মনে   হয় , স্বজনের   সংজ্ঞা  শু ধরে  গেছে   আজ দেখেছো   কি   কখনও ,  এমন   এ   রাজ ?   কাটছে   দিন   যৌবনে ,  যেমন   কাটে , আমোদপ্রমোদ   বিনোদনে   অভিসারে , ভালোলাগার   রামধনু   বড়ই   আপন , ভালোবাসার   বর্ষণ  সেতো   দুর্বোধ্য   এখন ।   বাউন্ডুলে   মন   ছুটে   যায়   ঘন   শালবনে , শ্রাবণ   ধারায়   মাটির   গন্ধে   মাতাল   হতে , গাছের   পাতা   বৃষ্টি   গায়ে   গান   গায় , অস্থির   মন   এগোতে   চায়   পায়ে   পায়ে ।   অস্থিরতা ,  অনীহা ,  এখন   বন্ধনে , সংযমে ,  আত্মিক   সংযোজনে , সুবিন্যস্ত   ডালপালায়   সংক্রমণ ঝড়ে   পড়ে   অকালে   আলগা   বাঁধনে ।   ধূসর   পথে ,  পলাশ   সেজেছে   আগুনে , ওরা   বসন্তের   গান   গায় , ওরা   তাল   তোলে   পায়ে , যৌবনকে   কাছে   পেলে ফুর্তিতে   ফুরাতে   চায় ।   বলোনা   নীল   পাখি , এমন   করে   সুখ   যদি   আসে   জীবনে   স

উনি ঠিকানা খুঁজছিলেন

ছবি
//  উনি   ঠিকানা   খুঁজছিলেন  // (Link)   এ লে   যদি   এতকাল   বাদে কেন   কড়া   নাড়তে   গেলে হাজির   হয়ে   দোরগোড়াতে ? উঁচুতে   একটু   হাতরালেইতো কলিংবেলটার   নাগাল   পেতে । সংশয়   হয়তো   ছিল   এমনই , তোমাকে   সাক্ষাৎ   দেখে   এভাবে , এখানে   সবাই   যাবে   চমকে , থমকে   যাবে   ভাষা   তাদের পরিচয়ের   নাগাল   পেতে । দ্বিধা   দন্দের   দোটানা   এমনই হঠাৎ   এমন   হাজির   হওয়া না   জানিয়ে   এত   কাল   বাদে কে   কিভাবে   নেবে ,  এই   ভেবে । না , না ,  আমি   কিন্তু   ঠিকই   চিনেছি   তোমায় ঝুলবারান্দায়   ঝুঁকে   কাপড়   মেলে   দিতে   দিতে , হ্যাঁ ,  এখন   আর   আমি   দশম   শ্রেনীর   সেই   বৃষ্টি   নই বিশ্ববিদ্যালয়ের   পাঠ   চুকিয়ে   শামিল   জীবন   যুদ্ধে , মনে   পরে   মেঘ ,  তুমি   কেমন   বোকা   বোকা   ছিলে , নটার   সাইরেনে   যখন ,  আমি   স্কুলবাসের   অপেক্ষায় তুমি   কোচিং   ফেরত   আসতে   ছুটে   দেখতে   আমায় । মনে   হতো ,  তুমি   কিছু   বলতে   চাও ,  কিন্তু   পারোনি , অনুসরন   করতে   করতে   আমার   বাড়িটা   চেনা   তোমার , সেই   শেষ   দেখা   তোমাকে ,  সেই   শেষ   ছোঁয়া   তোমাকে , স্কুলের   সঙ্গীত  

স্বপ্নের সৈকতাবাস "ইওরহোম"

ছবি
  //  স্বপ্নের   সৈকতাবাস  " ইওরহোম "  // (Link) ই চ্ছে   করে   ছুটে   যাই   একবার সমুদ্র   সৈকতে   গ্রীষ্ম   অবসরে , পাঁচ   দশক   আগে   শেষ   দেখা স্বপ্নের   সৈকতাবাস  " ইওরহোম ", শ্বেত   প্রাসাদের   আঁচল   আগলে শ্যমলা   গায়ে   শৈলেন্দ্র   স্নেহে দাঁড়িয়ে   ছিল   সে   শান্ত   দীপ্তিতে প্রাচীন   ঐতিহ্যের   ধ্বজা   ধারনে । জানতে   ইচ্ছে   হয় ,  কেমন   আছে   ওরা পেটচুক্তি   ভুড়িভোজ   চলছে   কি   আজও ? লক্ষীটকিজের   দরজায়   সিরাপ   সরবৎ , দূর্গাবাড়ির   টেবিল   টেনিস   বোর্ড , মুচিসাহির  শৌ খিন   হরিণ   চামড়ার   চপ্পল , আজও   কি   তেমনই ,  যেমন   ছিল   সেদিন । কৈশোর   বড়   আপন   হতে   চায় টানে   কাছে   বার   বার ,  ছুঁতে   চায় , ফেলে   আসা   ছড়ানো   সুখ   স্মৃতি । দোতলার   বারান্দার   এক   কোনে , এলিয়ে   আলস্যের   আরাম - কেদারায় , অলস   দৃষ্টিতে   দেখা   গেট   পেরিয়ে   রাস্তা , বাঁধানো   পাড় ,  পা   ঢাকা   বালুকা  পেরিয়ে সমুদ্দুরের   অনন্ত   জলরাশি ,  আড়ালে   আকাশ । পূবের   আকাশ   রাঙিয়ে   যায়   স্নিগ্ধ   রক্তিম   আভায় , ভোর   হয়   হয় ,  মানুষের   অলস   পা   ছেপে   যায় আ