নীল পাখি
// নীল পাখি // (Link) নী ল পাখি , বলনা , এমন হলেই বা কেমন হয় ? পরিচিত আমরা একে অপরের , অথচ , কেউ আমরা কারো নয় । বদলে গেছে কাল , বদলে গেছে অভিমান , সংবেদনে নেই আর সুর লয় তাল , সবই কেমন যেন অচেনা মনে হয় , স্বজনের সংজ্ঞা শু ধরে গেছে আজ দেখেছো কি কখনও , এমন এ রাজ ? কাটছে দিন যৌবনে , যেমন কাটে , আমোদপ্রমোদ বিনোদনে অভিসারে , ভালোলাগার রামধনু বড়ই আপন , ভালোবাসার বর্ষণ সেতো দুর্বোধ্য এখন । বাউন্ডুলে মন ছুটে যায় ঘন শালবনে , শ্রাবণ ধারায় মাটির গন্ধে মাতাল হতে , গাছের পাতা বৃষ্টি গায়ে গান গায় , অস্থির মন এগোতে চায় পায়ে পায়ে । অস্থিরতা , অনীহা , এখন বন্ধনে , সংযমে , আত্মিক সংযোজনে , সুবিন্যস্ত ডালপালায় সংক্রমণ ঝড়ে পড়ে অকালে আলগা বাঁধনে । ধূসর পথে , পলাশ সেজেছে আগুনে , ওরা বসন্তের গান গায় , ওরা তাল তোলে পায়ে , যৌবনকে কাছে পেলে ফুর্তিতে ফুরাতে চায় । বলোনা নীল পাখি , এমন করে সুখ যদি আসে জীবনে স