উনি ঠিকানা খুঁজছিলেন



// উনি ঠিকানা খুঁজছিলেন // (Link)

 

লে যদি এতকাল বাদে

কেন কড়া নাড়তে গেলে

হাজির হয়ে দোরগোড়াতে?

উঁচুতে একটু হাতরালেইতো

কলিংবেলটার নাগাল পেতে


সংশয় হয়তো ছিল এমনই,

তোমাকে সাক্ষাৎ দেখে এভাবে,

এখানে সবাই যাবে চমকে,

থমকে যাবে ভাষা তাদের

পরিচয়ের নাগাল পেতে

দ্বিধা দন্দের দোটানা এমনই

হঠাৎ এমন হাজির হওয়া

না জানিয়ে এত কাল বাদে

কে কিভাবে নেবেএই ভেবে


না,নাআমি কিন্তু ঠিকই চিনেছি তোমায়

ঝুলবারান্দায় ঝুঁকে কাপড় মেলে দিতে দিতে,

হ্যাঁএখন আর আমি দশম শ্রেনীর সেই বৃষ্টি নই

বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে শামিল জীবন যুদ্ধে,

মনে পরে মেঘতুমি কেমন বোকা বোকা ছিলে,

নটার সাইরেনে যখনআমি স্কুলবাসের অপেক্ষায়

তুমি কোচিং ফেরত আসতে ছুটে দেখতে আমায়

মনে হতোতুমি কিছু বলতে চাওকিন্তু পারোনি,

অনুসরন করতে করতে আমার বাড়িটা চেনা তোমার,

সেই শেষ দেখা তোমাকেসেই শেষ ছোঁয়া তোমাকে,

স্কুলের সঙ্গীত প্রতিযোগিতার শেষে শুভেচ্ছা সাক্ষাতে,

সেদিন আমার ছিলো জন্মদিনগ্রিনরুমে হাজির হলে,

হাতে ধরিয়ে দিলে গীতবিতান সঙ্গে একগুচ্ছ গন্ধরাজ,

মলাট উল্টে দেখি "অপেক্ষায় রইলাম অনুভবে-মেঘ"

শুকনো ফুলের পাপড়িতে চিহ্ন রেখেছি গীতবিতানে,

একএকটা রাত কেটেছে আমার অনুভবেগানের সুরে,

সীমাহীন অপেক্ষার বন্ধনে সান্ত্বনার নিবিড় প্রলেপে


দেখলামশাড়ির দুফোটা জল পড়লো মেঘ' মাথায়,

আড়াল করলাম নিজেকে, ও দেখলো সারা নেই কোনো,

 ফিরে গেল মোরামের পথেআমি চেয়ে দেখলাম,

আমার যা ছিল বলারহলো না যে বলা আজও,

ওর ছিল কি কিছু বলাররয়ে গেল অজানা আমার,

মায়ের গলা এলো ভেসে "কে এলোরে বৃষ্টি"

"উনি ঠিকানা খুঁজছিলেন ভুল ভেবে ফিরে গেলেন"।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी