নীল পাখি

  

নী পাখি,

বলনাএমন হলেই বা কেমন হয়?

পরিচিত আমরা একে অপরের,

অথচকেউ আমরা কারো নয়


বদলে গেছে কালবদলে গেছে অভিমান,

সংবেদনে নেই আর সুর লয় তাল,

সবই কেমন যেন অচেনা মনে হয়,

স্বজনের সংজ্ঞা শুধরে গেছে আজ

দেখেছো কি কখনওএমন  রাজ?

 

কাটছে দিন যৌবনেযেমন কাটে,

আমোদপ্রমোদ বিনোদনে অভিসারে,

ভালোলাগার রামধনু বড়ই আপন,

ভালোবাসার বর্ষণ সেতো দুর্বোধ্য এখন

 

বাউন্ডুলে মন ছুটে যায় ঘন শালবনে,

শ্রাবণ ধারায় মাটির গন্ধে মাতাল হতে,

গাছের পাতা বৃষ্টি গায়ে গান গায়,

অস্থির মন এগোতে চায় পায়ে পায়ে

 

অস্থিরতাঅনীহাএখন বন্ধনে,

সংযমেআত্মিক সংযোজনে,

সুবিন্যস্ত ডালপালায় সংক্রমণ

ঝড়ে পড়ে অকালে আলগা বাঁধনে

 

ধূসর পথেপলাশ সেজেছে আগুনে,

ওরা বসন্তের গান গায়,

ওরা তাল তোলে পায়ে,

যৌবনকে কাছে পেলে

ফুর্তিতে ফুরাতে চায়

 

বলোনা নীল পাখি,

এমন করে সুখ যদি আসে জীবনে সবার

ক্ষয় ক্ষতির হিসেব কে আর রাখে তার?

এইতো জীবনএইতো চাওয়াএইতো পাওয়া,

নিজের করে নিজের মতো বাঁচতে চাওয়া 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी