অপেক্ষা
// অপেক্ষা //
আজকাল হাতে সময় অনেক কম,
চোয়ালে চুম্বন এঁকে গেছে কোভিড,
সাহিত্য আমায় বলে, তফাত যাও,
জানিনা কবে দাঁড়ি টানবে শুদ্ধিকরণ।
ছোট্টবেলায় ভীষণ ভীতি ছিল "আঁধারে"
ওকে দেখলেই, আঁক কাটত হিম, হৃদপিণ্ডে,
আমি এখন বেজায় খুশী ওর সাহচর্যে
সময় জুড়ে অপেক্ষা আমার সারাটা দিন।
এখন ও আসে প্রতি রাতে
জানালার গরাদ গলিয়ে
হাতছানি দেয় আমাকে
কুশবরণ চাঁদোয়ার নীচে
বসি দুজনে মেঘের কোলে
কোমল ঘাসের কুশানে।
ও আমায় গল্প বলে,
কোলে, আমার মাথা রেখে,
বিনিকাটে ঘন কেশে,
ওর গল্পে মনে পরে আমার,
ছোটবেলার গ্যাস লন্ঠন,
খালিপায়ে ফুটবল খেলা,
কৈশোর বেলায়, গোপনে
ধূমপান, লুকিয়ে প্রেম,
সেই প্রেম ঐশ্বরীক হয়ে
প্রেমের তকমা হৃদয়ে সেঁটে
বয়ে চলেছে দশক পেরিয়ে দশকে,
ও জুড়ে দেয় গল্প দাম্পত্য জীবনের,
ঘাত প্রতিঘাত আচার, অনাচার,
আমি থমকে যাই চেপে ধরি হাতটা,
ও আমার কপালে চুম্বন আঁকে
বলে, সই চলো যাই আনন্দ নিকেতনে।
চোখ মেলে দেখি, পূব আকাশে আলো,
ও কখন যে গেল চলে, জানা নেই,
আসবে কি না আবার তাও জানা নেই,
তবুও অপেক্ষা আমার সারাটা দিন ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন