দুঃখ আমার বেঁধেছে চরণ
আজ আর অভাবকে
"অভাব" নামে চাইনা চিনতে,
তাই ভাবি, দুঃখ আমায় করেছে বরণ,
দুঃখ, আমার বেঁধেছে চরণ।
আমার ভাড়া করা জানালার
ধার ঘেঁষে যেতে যেতে উঁকিমারে,
হাফ
পর্দার মাথা টপকে,
খোঁজে সে আমায়,
বাজখাঁই গলা চড়িয়ে বলে,
দীনকর, জেগে আছো?
বেশ, শুনে রাখো,
এবার পাওনা না মেটালে
হামলা হবে ঘরে বাইরে,
দিনে দুপুরে টান পড়বে,
তোমার মেয়ের গতরে,
কাল এসো গাছতলায়,
হিসেব নিকেশ পাকা হবে,
পন্য বিনিময়ের রফা হবে,
তোমার ঋণ মুকুব হবে,
বিনিময়ে পন্য আমার হবে,
মনে রেখো, টিকবে না কোনো
অভিযোগ, অনুযোগ, কারো কাছে,
রাজনীতির ছত্রছায়ায় রয়েছি আমি,
সব ক্ষমতার লাগাম আমার হাতে,
ত্রাতা আমি, ত্রিকাল আমি,
ভরসা আমি, সুখ আমি, অসুখও আমিই,
ঘুমোও তুমি স্বপ্ন দেখো, নিশ্চুপ রাতটা কাটুক,
"অভয়'র" সন্ধানে হন্যে হয়ে ছুটতে থাকো।
কর্পোরেশনের দেয়াল আলোর
আধো আলো ছায়ায়, উজ্জ্বল রূপ লাবন্য
ঠিকরে পরে মেয়ের মুখে আমার,
অপার এক প্রশান্তি তার ঘুমন্ত চোখ জুড়ে,
এমন করে দেখিনি আমি ওকে কোনদিনও,
দুচোখের জল আমার, অস্তিত্ব আঁকে বালিশে,
"কেন এলি মা পলেস্তারা চটা ইটের
পাঁজরে পাঁজরে দারিদ্রের নিশান গোঁজা
হতভাগ্য, অক্ষম, এমন বাবার সংসারে?"
বাবার স্মৃতির ঘড়িটা জানান দিল সময়,
বাতিওয়ালা গলির বাতিটা দিল নিবিয়ে,
সিলিংয়ের টিন-বাঁশের ফোকর দিয়ে
কে যেন বলছে "এইতো জীবন,
এ জীবনের অন্য মানে আছে,
লড়াই লড়াই, লড়তে হবে,
লড়াই করে বাঁচতে হবে
ভাগ্যর ভাগাভাগি
তা
সে যেমনই হোকনা কেন"।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন