আমরা নব - বিশ্ববাসী
// আমরা নব - বিশ্ববাসী //
ওরা বাঁধন বাঁধে,
বাঁধন খোলে,
ঘাটে ঘাটে,
পারাপারে।
ভূমিষ্ঠ হয়েছি আমি
এই প্রকৃতির কোলে,
উন্মুক্ত আকাশের নীচে
বেড়েছি ছোঁয়ায় ছোঁয়ায়,
রোদ, বৃষ্টি, ঝড়ে, মেঘের ভেলায়।
যদি প্রশ্ন করো, জানতে পরিচয়,
বলবো, ধারণ করেছে ধরিত্রি আমায়,
যদি ফেরে প্রশ্ন, তোমার জবানিতে আবার,
"তবে তুমি কি অনাথ"?
বলবো আমি বারবার,
"না, অনাথ নই তো আমি,
আমি এক ভূ-সন্তান"।
প্রকৃতির এই মুক্ত অঙ্গনে,
ভোক্তা আমি আকাঙ্ক্ষিত ,
তোমরা আমায়, যে নামেই ডাকো,
ভ্রূক্ষেপ নেই আমার, ভ্রূকুটিতে কারোর।
উৎসুখ হয়ে তাকিয়ে আছো
কপালে আমার,
খুঁজছো, কোন ধর্মের তকমা লেগেছে
জন্মলগ্নে, ললাট লিখনে আমার?
হয়রান হওনি শুধুই,
সার্বিক পর্যুদস্ত,
কালের-বিধি লঙ্ঘনে,
জাত-পাত, গোষ্টি, ধর্ম,
নেই কিছুই যে পরিধানে।
পঠন পাঠন সব এই প্রকৃতিরই কোলে,
ভাব ভালোবাসায় করেছে দীক্ষিত আমায়,
রিপুর কাছে কখনও হয়নি মানতে হার
ভোরের আলোয় আমি আলোকিত,
ভেজা মাটির গন্ধে পুলকিত,
কানে বাজে পাহাড় নদী ঝর্ণার মুর্ছণা,
কৃষকের কাদামাখা হাতের ঘ্রাণ,
ছুঁয়ে যায় মন আমার,
দুহাতে আহ্লাদ আঁকি,
শ্রমিকের ঘর্মাক্ত চিবুকে,
ওরা গান গায়, সুখের ঘরে বাঁধে ঘর,
ওরা আমোদ করে দিনের শেষে কাজের পর।
এসো,
প্রাণ খুলে হাসি,
সবাইকে ভালোবাসি,
ঝান্ডা উঁচিয়ে সমস্বরে বলি
"প্রকৃতির আলিঙ্গনে আমরা
নব-বিশ্ববাসী, নব-বিশ্ববাসী
নব-বিশ্ববাসী"।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন