মেঘ, নেবে তো সঙ্গে আমায়



ও মেঘ, উড়ছো তুমি
ঐ আকাশে,
হাসছো তুমি
খিল খিলিয়ে,
খুঁজছো বুঝি তাকে,
যে তোমায় বাঁধবে
আপন করে, হৃদয় মাঝে।
একি মেঘ?
এমন করে নাইয়ে দিলে
সাত সকালে,
আদর করার আছিলাতে,
এ কেমন আবদার বলো,
আগে ভাগে জানান না দিয়ে 
আচমকা ধরলে জাপটে
পেছন থেকে পিছমোড়া করে,
হ‍্যাঁ মানছি, তোমার ছোঁয়া পাবো বলে
আলোয় দেখার আবেগ বুকে 
পাহাড়ের কোলে
আছি বসে ভোরের বেলায়
ঘাসের ওপর শিশির পায়ে
পা বিছিয়ে।
আপ্লুত আমি তোমার ছোঁয়ায়,
বন্ধ চোখে জড়িয়ে আছি
বাঁধতে তোমায় বুকের কায়ায়।
আচ্ছা মেঘ, বলো তো
যাচ্ছো কোথায়?
ফিরবে কবে?
ফিরবে যদি, ,
তবে কোন পথে?
ইচ্ছে করে,
তোমার সঙ্গে ভেসে যেতে,
ঐ আকাশে,
আপন ভোলা
পাগল সাজে।
বলনা মেঘ,
নেবেকি আমায়?
বড় সাধ আমার
কোলে চড়ে তোমার
যাবো পৌঁছে
পৃথিবীর আনাচে কানাচে,
অবাক হয়ে দেখব চেয়ে
যৌবনভরা জলোচ্ছ্বাস
জলপ্রপাতের,
আবেগে আঁকবো চুম্বন
শ্বেত শুভ্র শৃঙ্গে শৃঙ্গে,
সারি সারি পর্বতে,
পেরিয়ে যাবো সাত সমুদ্দুর,
নদ, নদী, নাম না জানা খাল বিল,
আড়ি পাতবো পাখিদের গুঞ্জনে,
গাছপালা, গুল্ম লতার সোহাগে,
পশুদের খুনসুটির আদরে,
দেশ বিদেশের শিশুদের সঙ্গে
প্রাণ ভরে খেলবো আমি
মনের সুখে
খুঁজবো আমি বাাঁচার মানে,
তোমার আমার এদের ওদের,
ঐ নিটোল আকাশের নীচে,
শৈশবে, যৌবনে, বার্ধক‍্যে, বৈরাগ‍্যে।
বলোনা মেঘ,
নেবে তো সঙ্গে আমায়,
নেবে তো?।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी