ভালো থেকো বন্ধু, তবুও মনে রেখো
স্রোতের দাপট সামলে
দাঁড় বাওয়া হ'ল শেষ,
বাঁধা হ'ল আগলে রাখা নাও
এক অচিন গাঁয়ের জীর্ণ ঘাটে,
অশ্বত্থ গাছের ঝুলন্ত ডালে,
বেজেছে বিদ্রোহের দামামা এখন
পেশিতে পেশিতে, শিরায় শিরায়।
ক্লান্ত আমি বয়েসের ভারে,
মাথার ওপরে উন্মুক্ত আকাশ,
নাওয়ের নীচে নিশ্চুপ নদী,
এপারে ওপারে পাহাড়ের ঢালে,
ঝোরা নেচে চলে এধারে ওধারে।
এক ঝাঁক গঙ্গাফড়িং ছবি আঁকে
রঙিন মেঘ-ছায়ায় স্রোতের বুকে,
শান্ত বনানীতে দেখি, মুক্তির আনন্দ
দলে দলে ছুটে চলা পরিযায়ী পাখিদের,
নতুন অস্থায়ী আস্তানার সন্ধানে।
নাওয়ের পাটাতনে চিত হয়ে আছি,
উলঙ্গ বাতাসে, ক্লান্তির অবসানে,
চলেছে বেশ বদল মেঘেদের,ক্ষণে ক্ষণে,
আমার মণির মাচায় বিছোনো জালে।
ইচ্ছে করে জিজ্ঞেস করি তাদের,
তোমরা কি ভাবছ আমায় নিয়ে,
এক তরফা ভালোবাসা আজীবন,
বনা যার যেমনই থাকনা কেন,
থাকতেই পারে, তার মতন করে,
আমার এই আগলানো ভালোবাসা
জড়িয়ে আছে কৈশোর পেরিয়ে,
যৌবন হয়ে বার্ধক্যে,
অনেক সুখ, অনেক তৃপ্তি, রয়েছে আড়ালে,
ধমনীর দৈনন্দিন চলাচলের স্পন্দনে স্পন্দনে।
এখন এখানে দিন বদল,
পালা বদলের পালা।
কানে বাজে কে যেন কড়া নাড়ে,
বলে তৈরী তো তুমি?
আমি নির্বাক, নির্বিকার,
এবার আমায় যেতে হবে,
হবে অভিষেক, হবে বেশ বদল,
হবে ঠিকানা বদল,
মুক্ত আমি, এখন শুধুই মুক্তির অপেক্ষায়।
ভালো থেকো বন্ধু, ভালো থেকো,
তবুও মনে রেখো।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন