ওরা কেউ হারায়নি




ওরা কেউ হারায়নি,
হারায়নি কেউই,
বিলক্ষণ, আছে সবাই
তোমার আমার এদের ওদের
আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে
 
অবস্থান বিচ্যুতির পর
বিঘ্নিত হয়েছে ওদের ব্যাাপ্তি
শুধু সংকুচিত অবয়বে অস্তিত্ব
গল্প হয়ে, গান হয়ে, কবিতা হয়ে,
কথার কথা হয়ে, নতুবা নাটকের
সংলাপ হয়ে অথবা মনের গহনে,
বিশেষ সংরক্ষিত চারিত্রিক আসনে
 
ওরা কেউ হারায়নি,
ওরা বেঁধেছে বাসা বায়ুমন্ডলে,
তলব করলেই তল্পিতল্পা সহ
হাজির হবে প্রয়োজনে, যেখানে সেখানে,
গরহাজিরা যদি ঘটেও থাকে কস্মিনকালে
খতিয়ে দেখলে কারণ,
দেখবে, ছড়ি হাতে সেই তুমি,
তোমার ইচ্ছে তেই,
ওদের গমন, আগমন,
ওরা হাজির সবাই, কেউ হারায়নি
 
বরাদ্দ নেই বেতনে ওদের,
বালাই নেই হাজিরার তাগিদে,
নেই কৈফিয়ত তলবে,
ধর্মঘট, অনশন, অবস্থান,
ওসব ওদের জন্য নয়
ওরা চ্ছুত অচ্ছুতের ঊর্ধ্বে
ব্যাতিক্রম ওরা ধর্ম অধর্মের বিচারে
চলেছে ওরা যুগে যুগে
কন্ঠে কন্ঠে করতলে করতলে
সভ্যতার সার্বিক সাহচর্যে
 
ওরা কেউ হারায়নি,
হারায়নি কেউই
খামতি শুধু দেখায়, বোঝায়, অবজ্ঞায়,
তোমার, আমার
উপলব্ধিতে, আক্ষেপে, আস্ফালনে
বাছবিচারে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी