রাজ মুখোশ

 





রাজ মুখোশে 
সেজেছো তুমি, এমনই,
অহংকারে টইটুম্বুর তুমি,
মানিয়েছে তোমায়, তেমনই।

মাপছো নিজেকে
তাদেরই সঙ্গে,
রাঙাচ্ছো চোখ যাদের,
তাদেরই তোষামোদে 
তুষ্ট তুমি,
রয়েছে তারাই পাশে।

ঔদ্ধত্যের পরিধি তোমারো
বাড়ছে প্রতি রাতে
ভাবছ তুমি
এবার বুঝি মুঠোয় পাবে
ঐ আকাশটাকে।

হয়েছে সময় বেড়িয়ে পরো
গন্ডি ছেড়ে ধরতে আলো,
চলার পথে চলতে থাকো
সন্ধানে থাকো তেমন কারো
যারা বিত্তো মাপে
তোমার চেয়ে
ঢের খাটো।

নিশ্চিত আমি,
হাতরে হাতরে হরবখত,
হতাশ তুমি হবেই হবে।

দেখতে থাকো চোখ উঁচিয়ে
বিত্তে ওরা কত বড়ো 
চেষ্টা করেই দেখো দেখি
টিকিটা যদি ছুঁতে পারো।

পরখ করে দেখতে পারো,
অহম ভাবের এমন মুখোশ,
আছে কি তেমন মুখে কারো?

খোলা আকাশের আচ্ছাদনে,
বর্ষার টিপ টিপ বৃষ্টি গায়ে,
গঙ্গা, কেমন সুখে, নাইছে দেখ,
 চাইলে, তুমিও তো নাইতে পারো,
সব কালিমা মুছতে পারো,
রাজ মুখোশ দূরে ঠেলে
শুদ্ধিকরণ করতে পারো।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी