আলিঙ্গনে আগলে রেখো

 




// আলিঙ্গনে আগলে রেখো //

আহারে, আহ্লাদের জাল বুঝি বুনছিল ওরা,

নিশ্চুপ দুপুরে, পানা ডোবার পাড়ে,

কেশরের ঝোপে, আলো ছায়ার ভাঁজে। 


ফুরফুরে বাতাস জানান দিয়ে যায়, 

আমার বৃদ্ধ বুকের পাঁজরের খাঁজে,

বলে, বুজছো কেমন, নতুন কিছু কি পেলে?


লজ্জা আমার ও তো লাগতেই পারে, 

লাজুক মন লজ্জা ঢাকে ওদের দেখে, 

কেন বলো এমনটা যে আমারই হ'ল, 

হুশের ঘরে হুশটা তবেকি উধাও হ'ল । 


যদি কেউ কারণ খুুঁজতে প্রশ্ন তোলে এমনই,

কি এমন ঘটল হেথায় একান্তে সঙ্গোপনে,

যা নিয়ে মুখে সবাই, কেন এমন কুলুপ আঁটে? 

কেউকি ছিল তেমন, যে কিছু বলতে পারে?


ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, 

জনতার আদালতে বিচার উঠতে পারে, 

কারনে অকারনে চুলচেরা ব‍্যাখ‍্যায়

কারো কারো সম্পর্কে, ছেদ পরতেই পারে।


ধৈয‍্য ধরে আমাকে এখন সব শুনতে হবে, 

অপব‍্যাখ‍্যা কটুক্তি আমাকেই তো সইতে হবে, 

আমি এই আছি, এই নেই, সব কথার মাঝে

কথা দিচ্ছি, যতই পাঁচ কান হোক এ সবাই নিয়ে,

প‍্যাঁচে পরলে ওরা, আমি কিন্তু পাশেই আছি।


আকাশ আমায় কানে কানে বলে গেল, 

এমন বয়েসে কেমনটা ছিলে, আছে কি মনে?

"বিলক্ষণ আছে, থাকবেনা আবার,

রসিকজনের এখনও কেউ কেউ মস্করায় মাতে"

ভাবনায় মিল পেলে, আপন ভেবে কাছে টেনো,

দুহাত বাড়িয়ে দিয়ে আলিঙ্গনে আগলে রেখো।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी