কানামাছি ভোঁ ভোঁ
// কানামাছি ভোঁ ভোঁ //
একলা ঘরে একা লাগে,
চনমনে মনের উচাটনে,
দুচোখের পাতা সিলিংয়ে ঘোরে,
ঘেরাটোপের অন্ধকারে।
যাক,
একাগ্রে এবার ভাবতে পারো,
তুমি কে?
কোথায় ছিলে?
কোথায় যাবে?
খুঁজতে খুঁজতে উৎস,
পৌঁছে যাবে তেমন কোথাও,
যেখানেতে "বোধ", হবে এমনই,
তুমি, আমি, এরা, ওরা, সবাই এক,
বদল শুধু অল্পবিস্তর এধার ওধার।
দেখ, সবাই কেমন চলেছি, আর চলেছি,
কেউ এসেছি আগে, যাচ্ছি পরে,
কিংবা ঢুকেছি পরে, থেমেছি মাঝে,
অথবা ঢুকেছি মাঝে, যাচ্ছি শেষে,
শেষ হয়েও হচ্ছেনা যে শেষ,
অন্তহীন যাত্রা চলছে আর চলছে,
দেখতো পরখ করে, চেনো কিনা ওদের,
স্ত্রী, পুত্র, কন্যা, বাবা, মা, আরও কেউ কেউ,
যারা তোমার সামনের সারির আপনজন,
তাদের পালাবদলের ঠিকুজী কোষ্ঠী,
সবইতো অজানা তোমার কাছে,
হতাশ হবে ভেবে ভেবে এপাশ ওপাশ,
তোমার বুদ্ধির ধরা ছোঁয়ার বাইরে সবই,
তাই বলছি, ভাবনা চিন্তা তোরঙ্গে রাখো,
চলো যাই বেড়িয়ে পড়ি, চলতে থাকি,
থাকনা লটবহর এখানে ওখানে,
খোয়াা গেলে ক্ষতি কি তাতে,
আফসোসের অবকাশ নেই তো কোনো,
যা নিজের বলে ছিলইনা কষ্মিনকালে
তার দাবিদার হওয়া যায় কি কখনও?
অহেতুক বোঝা, কমবে বিলক্ষন,
হালকা হবে পথচলা,
আলগা হবে সময়-বাঁধন,
খেলেছি, খেলছি, খেলবো আমরা
"কানামাছি ভোঁ ভোঁ
যাকে পাবি তাকে ছোঁ"।
খোঁজার নেশায়, দেখার নেশায়,
পাবার নেশায়, হন্যে হয়ে হাতরে চলা,
এক জীবনে এইতো বিধান
এইতো পাওয়া সময় জুড়ে
খেলেছি, খেলছি, খেলবো আমরা
"কানামাছি ভোঁ ভোঁ
যাকে পাবি তাকে ছোঁ"।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন