রাতের চাল চিত্র
এখন বাড়ছে রাত
ধবধবে ধোয়া এক বুককাটা শার্ট।
তোমার আমার মাঝে
ধবধবে ধোয়া এক বুককাটা শার্ট।
আলোতে আঁকছে আঁকিবুকি
এখনও দাঁড়িয়ে সে
আজও বাজে কানে মাঝে মাঝে,
এই বুঝি এল কেউ কাছে তার,
যেমন কাটে তার বার বার।
একদিন অস্তিত্ব তার
যাবে মুছে এই পথে
কেউ মনে রাখবেনা
কেউ তাকে খুঁজবেনা
শুরু হবে পথ চলা
অন্য কারোর এই ঠেকে
রাত যেমন আসে
আসবে তেমনই
পথ যেমন আছে
থাকবে তেমনই
শুধু বদল হবে কায়া
সময়ের সঙ্গ দিতে নিশি যাপনে।
এখন বাড়ছে রাত
খোলা আকাশের নিচে
আমি দাঁড়িয়ে গাড়িবারান্দায়,
রাতের রাস্তা রাখা পাট পাট
দেখে শুধু মনে হয় বার বার
জেগে আছে আজও পাহারায়
রঙীন সন্মোহক সেই সিগন্যাল
দিন শেষে, টিং টিং শব্দে,
দু কামরার শেষ ট্রাম, এঁকে বেঁকে,
এগিয়ে যায় অন্তিম আস্তানায়,
রাতের রাস্তা রাখা পাট পাট
দেখে শুধু মনে হয় বার বার
তোমার কাজল চোখে
জমছে শিশির, শিরশির,
দুরন্ত হেডলাইট
অশান্ত কাঁচে চোখের তারায়,
এখন বাড়ছে রাত
খোলা আকাশের নিচে
আমি দাঁড়িয়ে গাড়িবারান্দায়।
ঢালাই ব্রীজে,
শারৎ সান্ধ্য সাজে,
স্বপ্নের সুখ তার খোয়া গেছে
চলন্ত ট্রামের ঘড়ঘড় আওয়াজে,
ফেলে আসা কিছু কথা তার
ডাকে সাড়া দিয়েছে কি সে আর?
না কি তেমন করেই কাটবে রাত
খোলা আকাশের নিচে
আমি দাঁড়িয়ে গাড়িবারান্দায়,
রাতের রাস্তা রাখা পাট পাট
দেখে শুধু মনে হয় বার বার
ধবধবে ধোয়া এক বুককাটা শার্ট।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন