খুঁজে ফেরো ফেলে আসা দিন
বয়েস তোমায় ছেড়েছে যতই,
পরিধি তোমার কমেছে ততই,
ছাড়বে বলে ছাড়ছো তুমি,
সঙ্গী, সাথী, স্বজন, জ্ঞাতী,
আপনবলে আজ আছে যারা,
গুণতে গেলে তাদের গতি,
কয়েক কর-এই ফুরোয় বুঝি৷
ভাবছ তুমি এইতো আছি,
ঘুরছি ফিরছি চলছি বেশ,
নিজেরকরে এখন নিজেকেই ভাবি
আপন বলতে নেই আর কার দাবি,
বারণ আর কারো, নয় যে বেড়ি
কৈফিয়তও নয় আর, "কেন দেরি"?
অফুরন্ত সময় জড়িয়েছে আষ্টেপৃষ্ঠে
হিমেল দুপুরে আয়েশে লেপমুড়ি৷
কাকভোরে তোমার ঘুমের শেষ
সরিয়ে পর্দা দেখছো বাইরে
ভোরের আকাশের কেমন বেশ
বাঁধ ভাঙা বাদল না কি
আলো গায়ে বাতাস
চটজলদি প্রাতর্ভ্রমণ হলে সারা
পার্কের বেঞ্চে বসে টুকিটাকি গল্পজোড়া,
ঈশ্বরের নামগান নেপথ্যেও নেই আর
প্রযুক্তির জোয়ারে এখন সে ও দিশাহারা,
বিশাল ইমারত ঘিরেছে চারিধার
মুচকি হাসছে ঈশ্বর, বলছে একি হলো
ভক্তরা কোথায় সব হারিয়ে গেল৷
আলোর আঁচল ধরে গড়ানো দিন
কখন যে ঢলে পড়ল সূর্য, হুস নেই কোন
দিনপঞ্জিতে কাটা গেল আর একটি দিন
তবুও তো খুঁজে ফেরো ফেলেআসা দিন ৷৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন