হাসতে চাই হাসাতে চাই
// হাসতে চাই হাসাতে চাই //
আমার এখন বয়েস বেলা,
তুমি সব সময় সঙ্গ দেবেনা জানি,
তোমার ইচ্ছের ওপারে, আমার ইচ্ছের বাস,
দেখ তবুও "কত কাছের" সেজে থাকি,
মুখোশ পরি, মুখোশ রাখি।
তবুও তো কিছু বলতে চাই,
কিন্তু, শুনছে কে?
ভোর হলে সূর্য প্রণাম সারি,
সারাটা দিন আমি যেন
এক কাকতাড়ুয়া সাজে
ক্ষমতাহীন নির্জীব এক প্রাণী,
বাতাসে দু হাত নাড়ি,
ঝড়ে ঝুঁকে পড়ি,
মুখে সেই একই অভিব্যাক্তি,
মেঘের ভেতর ঢুকে পড়ে মেঘ,
চলে আলো আঁধারির লুকোচুরি,
আমি শুধু তাকিয়ে থাকি।
দিন শেষে সূর্য সরে গেলে,
অবসরের আবার অবসর,
ঘুরপাক খায় ক্ষীণ দৃষ্টি ঘরের চাঁদোয়ায়,
সঙ্গ দেয়, সারারাতের সঙ্গী সেই চারপায়া,
নিস্তব্ধ অপেক্ষায় ভোরের আলোর আলিঙ্গনের,
এক ঝাঁক আলো ঢুকে পড়ে বাতাস ঠেলে,
কয়েকটা পাখির উঁকিঝুঁকি গরাদ গলে,
হয়তো ওরা বুঝেছে, আমি ফুরিয়ে গেছি,
মুক্তির আনন্দে মেললো ডানা ওরা ঐ আকাশে,
কিছু খুঁজছি আর খুঁজছি এদিক ওদিক,
কিন্তু খুঁজছি কি? তা তো ভুলেই গেছি ।
এভাবেই দিন আসে দিন যায়,
গলা ছেড়ে বলতে ইচ্ছে করে,
আমি হাসতে চাই, হাসাতে চাই,
বাঁচার মত বাঁচতে চাই।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন