তোমায় সেলাম তোমায় সেলাম
// তোমায় সেলাম তোমায় সেলাম // খুশীতে আপ্লুত হয়ে জবান আমার জানান দিত "তোমায় সেলাম তোমায় সেলাম"| ভোরের সোনালি আলো উঁকি মারে ফোকর ফসকে আমার চালা ঘরে শুধোয়, আছো কেমন? কাটছে কেমন দিন কাল সময় অসময়ে সঙ্গী সাথী সহকারে? আমিও তো ভাবছি তাই হঠাৎ করে এসব কথা, সাতসকালে আপন ভেৰে, গা এলিয়ে এমন করে বলার মত বলতে পাৱে, আশে পাশে এই ধরাধামে আছে কি কেউ এমন আমার? মানছি, আকাশ বাতাস জল, মাটি সবই মিলছে মুফতে সকলের জন্য মাটির ফসল, যা হয়েছে লালিত দু হাতে আমাদেরই রক্তমাখা ঘামে তবুও নয় কেন প্রাপ্য অংশ তার আমাদেরই জন্য? অভুক্ত শিশু ডুকরে কাঁদে মাঝ রাতে, জানান দেয় তার সাবিক অধিকার, অক্ষম জন্মদাত্রী জাপটে ধরে শিশুকে বুকের মাঝে , ফ্যাল ফ্যাল চোখে অশ্রু ঝরে পরে , চেয়ে থাকে ছবিতে ইষ্ট দেবতার | জন্ম লগ্নে এমন বিধান দিলে কেন ঈশ্বর যাতে রইল আঁধার রইল আলো, রইল প্রাচুর্য রইল বুভুক্ষু, বেঁচে থাকার এই কি মানে বঞ্চনায় আর শুধুই ব্যবধানে ||