রিং মাষ্টার

 


রিং মাষ্টার, রিং মাষ্টার,
কি ভাবছ রিং-এ দাঁড়িয়ে,
দৃষ্টি তোমার ঠেকেছে
নীচে বিছানো জালে,
তুমি খেলা দেখাও, আমরা দেখি,
শো ভাঙে, আমরা ফিরে যাই ঘরে 

জন্তু জানোয়ারের মাঝে,
তুমি তাকিয়ে থাক, গন্ডারের চোখে,
মাঝে মাঝে সিংহীটা,
গর্জায় ভীষণ তোমার দিকে,
কখনও কখনও, রাতের গভীরে
শিম্পাঞ্জীটা ডেকে বলে,
রিং মাষ্টার জেগে আছো?

তুমি এদের নিয়েই আছো,
বেঁচে আছো অনেককাল,
চলেছে কতদূরে,
তাঁবু ফেলে তাঁবুতে
তোমার চলন গমন,
দিনের অবসরে তাকিয়ে থাকো
হাতিটার শূঁড়ের দিকে,
এঁকে দাও শূঁড়ের ওপর নক্সা, খড়ির দাগে,
সুন্দর দেখাতে চাও তাকে 

রিং মাষ্টার,
অবিবাহিত রয়ে গেলে সারাটা জীবন,
সাধ কি কিছু ছিল? এখনও বলো,
পথ আছে কিছুটা বাকী,
কি উত্তর দেবে সেখানে পৌঁছলে,
শুধু রিং-এর খেলা দেখিয়েছ জীবন ভোর,
ওখানে রিং-ও নেই, 
পশুও নেই, মানুষও নেই,
কারা খেলবে, আর কারা দেখবে,
ওখানে শুধু ধূ ধূ মাঠ, ধূ ধূ মাঠ,
আমি দেখিনি, শুনেছি কেবল,
দেখব কি ক'রে বলো,
দেখলে তো আর ফিরে আসা হ'ত না 

আজও খেলা দেখতে চাই রিং মাষ্টার,
তুমি রোশনাই-এ খেলা দেখাও
আমি চেয়ে দেখি,
যতদিন চোখের পাতা নাবে আর ওঠে,
মাপটা মাপতে বারে বার ৷৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी