মন
মন মেনেছে কি মনন, কখনও কারো,
চাক্ষুস দেখেছে কি তাকে কেউ কখনও,
প্রশ্ন যতই রাখো, কিন্তু উত্তর নেই কোনো
প্রশ্ন যতই রাখো, কিন্তু উত্তর নেই কোনো।
মন কখনও নরম, কখনও কঠিন,
কখনও রঙিন, কখনও পাঙ্গাশ,
কখনও দেখায় সে দিশা,
কখনও আবার শুধুই হতাশা,
বিচরণ তার এখানে, ওখানে, সেখানে,
যত্রতত্র, জলে, স্থলে, অন্তরীক্ষে,
নিশানা তার কখন কোথায়,
ভাবার অবকাশই নেই কোনো,
প্রশ্ন যতই রাখো, কিন্তু উত্তর নেই কোনো
প্রশ্ন যতই রাখো, কিন্তু উত্তর নেই কোনো।
প্রেয়সীকে প্রণয় দিতে চায় মন,
পেতে চায় মন তার, সময় জুড়ে সারাক্ষণ,
যে মন দিলে আজ ভেবে একান্ত আপন,
কালের বিবর্তনেও সে কি থাকবে তেমন,
প্রশ্ন যতই রাখো, কিন্তু উত্তর নেই কোনো
প্রশ্ন যতই রাখো, কিন্তু উত্তর নেই কোনো।
তবুওতো, পৃথিবী জুড়ে মন নিয়ে মাতামাতি,
ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে তার কারিগরি,
বলতে পারো, পরশ কি তার পাবে কেউ কখনও?
প্রশ্ন যতই রাখো, কিন্তু উত্তর নেই কোনো
প্রশ্ন যতই রাখো, কিন্তু উত্তর নেই কোনো
কিন্তু উত্তর নেই কোনো।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন