মুখোশ

 



 // মুখোশ //

কেল্লার তুঙ্গে রাখা আছে
রঙীন মুখোশ, দানবের ৷
চোখের কোটরে চোখ নেই,
কানের লতি আছে, পর্দা নেই,
নাসারন্ধ্র আছে, নিঃশ্বাস নেই,
একমুখ দাঁতালো অট্টহাসি,
শব্দ নেই 
চোখের কোটরে চোখ কমিলিয়ে দেখি,
সামনে সংকীর্ণ পথ
অনুশোচনার দালান বেয়ে
ঠেকেছে দেবালয়ে 
কাতারে কাতারে মানুষ
পথ ভাঙছে আর ভাঙছে
চলেছে পথে দিনরাত,
নেশা তাদের মুখোশে,
কোন অভিব্যক্তি নেই
চোখে মুখে কপালে চুম্বনে,
কেউ বলছেও না
কি দেখলো সেখানে ?
শুধু আমি চেয়ে থাকি,
দেখি কখন যে মানুষ
হয়ে গেছে পিপীলিকার রেখা
গেঁথেছে দানব তাদের,
শুধু পিলপিল করে 
চলছে অবিরাম,
জানে কি তারা 
কি পেল সেখানে ?
মনের খোরাক তাদের
মিলল কি না,
আজও জানা নেই,
অন্তর দিয়ে তারা বুঝল কি না
সেও তো বোঝা গেল না,
তবে, কিসের নেশায় মত্ত তারা ?
তখনও কি তাকালো
আকাশের দিকে,
যেখানে আমি তাকিয়ে আছি 
এখনও শরতের মেঘ ভেসে চলে 
ক্লান্ত পথিকবর,
পিপীলিকার মত
বেয়ে চলে পথ আর পথ,
শূন্য আকাশে, "তারা" আর
কত কাল ভেসে যাবে,
এখনও কি মনে তাদের
দ্বিধা দ্বন্দ্ব থেকে গেছে, নাকি,
কোন বারুদের গোলা এসে পড়ে
ভেঙে দেবে পথ,
জলোচ্ছ্বাসে রেখা মুছে যাবে,
শতাব্দী কি মনে রাখবে তাদের ?
নতুন প্রজন্ম কি তাদের খুঁজে পাবে ?
কোনদিন কি ভাববে,
কি করে রেখা মুছে গেল
মনের সুখ শান্তি
নির্লিপ্ত ভাবে, গোপন করে,
এই পথেই এসেছিল
কিছু পেয়েছে কিনা
মুখোশে ঢুকে,
তাই বা কে জানে ?
আজ আর সেই কথা নয়
অনেক ভাবার কিছু ছিল
যখন রাজত্ব ছিল,
আমি রাজাও নই, প্রজাও নই,
নির্বিকারে সয়ে থাকা মানুষ,
এখনও তাকিয়ে আছি
মুখোশের দিকে
মুখোশের দিকে ৷৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी