এক চিলতে ছায়ার সাথে
// এক চিলতে ছায়ার সাথে //
শিরিষের ছায়ায় লুকোচুরি আলোর সাথে
নীরব দুপুরে নব বধূ সাজে
বাসন্ত বাঁধে বাসা চায়ের পল্লবে
ভ্রমরের গুঞ্জনে ভালবাসা
উষ্মতার রক্তিম অধরের আড়ালে
পায়ে পায়ে পথচলা পথিক
আড়ি ভাঙে আড় চোখে
ধরা তো পড়েছি আমিও
বসন্তের বাগিচাতে
সেদিন ও ছিল এমনই দুপুর
তোমার কাজল সাজা চোখ
সাজিয়েছিল স্বপ্ন আমার চোখে
হারানোর পথে হারিয়েছি অজান্তে
পেরিয়ে গেছে বিশ বছর
পেছনের পথ কেটেছে কারিগরে
ইচ্ছের মাইলস্টোন দাঁড়িয়ে পাশে
বাতাসের শন্ শন্ শব্দ
সোচ্চার হতে চায় বারে বারে
দাঁড়ানো শাল সেগূন
আছে দাঁড়িয়ে সেখানেই
চোখে পড়ে এক ঝাঁক বক
বয়ে যায় আকাশের পথ
এমন ছবিও ভাসে বাতাসে
মিগের ধোঁয়া ছুটে যায়
উচ্ছিষ্ট ছিটিয়ে
প্রান্তর পেরিয়ে প্রান্তরে
আছি বসে পাহাড়ের খাঁজে
বাগিচার পাশে
এক চিলতে ছায়ার সাথে ||
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন