নাটক চলছে

 




// নাটক চলছে  //


মঞ্চ ছাড়ার ভাবনা

ভাবাতে চাইলে কেউ

আস্কারা দিওনা,

তোমার জন্য আসন

 সংরক্ষিত এখানে,

পর্দা উঠেছে,

জ্বলেছে আলো,

নাটক চলছে, 

একেবারে চুপ,

ড্যাব ড্যাব করে

চেয়ে থাক,

মুখে কুলুপ আঁটো,

কান খোলা রাখ ,

ধৈর্য ধর,

উৎকণ্ঠায় লাগাম টানো ৷


দেখ, ওরা কেমন সময় মেপে

মঞ্চে আসছে আর যাচ্ছে,

চলছে হাসির পালা,

চলছে উল্লাস, উদ্দাম নাচ,

শঙ্কিত কম্পিত 

অসহায় নিস্তেজ মানুষ

শান্তনায় স্বস্তি পেতে,

 হাতড়াচ্ছে ছায়াদের,

পিঠ ওদের ঠেকেছে 

ইটের পাঁজরে,

কান পাত শুনবে,

গোঙানির শব্দ

চাপা কান্না ৷


যারা দর্শক আসনে আছো,

তাদের হয়তো ধৈর্যের বাঁধ ভাঙছে,

ভেতরে ভেতরে প্রতিবাদ

চাইছে সোচ্চার হতে,

সহিষ্ণুতায় আস্থা রাখো,

জমিতে পা মজবুত করো,

বজ্রমুষ্ঠিতে বিশ্বাস আনো ৷


এবার তোমাদের পালা,

একে একে মঞ্চে এসো,

সঙ্ঘবদ্ধ ভাবে বুক চিতিয়ে বলো,

'আমরা লড়ছি লড়বো,

বাঁচার মত বাঁচবো"  |


পারবেতো ,বলার মত বলতে,

নাকি শঙ্কা বুকে চেপে,

গুটি গুটি পায়ে

রণে ভঙ্গ দেবে?


পর্দা নামছে,

মঞ্চে অন্ধকার,

দর্শক আশন শূন্য,

 নাড়া দেয় বুকের একান্তে 

শুধুই শব্দ শূণ্যতার 

শুধুই শব্দ শূণ্যতার

শুধুই শূণ্যতার||


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी