কথা'র চালচিত্র




বলতে হয় তাই বলছি,
কথা তো তেমন কথার
বিধান দেয়নি কখনও,
যা হতেই হবে এমন,
"কারো মুখে কোনও কথা নয়
শুধুই কুলুপ এঁটে জোড়া ঠোঁটে
দিন গুজরান জনে জনে"৷
 
তোমরা কান পাতো, শোন,
কথা চলেছে, কথার মতন,
আকাশে বাতাসে, এখানে ওখানে,
কেউ কথা বলছে, কেউ শুনছে,
কেউবা উত্তেজনার উপশমে
বিরক্তির অভিব্যক্তিতে,
কানে আঙুল গুঁজে,
ভ্রূ কুঁচকেছে,
কেউবা তৃপ্ত উপলব্ধিতে মগ্ন
টুকরো টুকরো কথার মাধুর্যে ৷
 
একটু লক্ষ্য রাখো এদিক ওদিক,
দেখো চলেছে কথা কাটাকাটি,
রক্তচাপের ঘন ঘন প্ররোচনায়
আলগা হচ্ছে নিয়ন্ত্রণ লাগামে,
কথা ছুটছে বাঁধনহীন তীব্র গতিতে,
হানছে আঘাত একে অপরে,
সহনশীলতা আক্ষরিক অর্থে ধর্ম যাদের,
তারাই সইছে নীরবে,
অসহিষ্ণু মন মানে না বারণ,
দুর্বিষহ জ্বালায় ছুড়ছে অবিরাম
অসংলগ্ন কথার বাণ,
কথায় যে কথা বাড়ে,
থামাতে তো হবে প্রতিপক্ষকে,
বোঝাতে যে হবে তার যুক্তিহীন যুক্তি,
জারি রয়েছে এমনই বিরামহীন প্রচেষ্টা ৷
 
মনে কি পরে কথা'র জন্মলগ্ন?
মনোরম এক মুহুর্ত,
শিশুর প্রথম কথা, মায়ের কানে,
আপ্লুত মায়ের ঠোঁটে,অস্ফুট কথা,
কথার যাত্রা হলো শুরু,
টপকে দিন, মাস, বছর,
যুগের পর যুগ,
শৈশব থেকে কৈশোরে,
যৌবন থেকে বার্ধক্যে,
নিস্তার নেই তার চলনে বলনে,
থমকালো সে, শেষ নিঃশ্বাসে ৷
 
অহরহ শুনছি,
শিশুর কথা, মায়ের কথা,
শিক্ষক শিক্ষিকার কথা,
আচার আচরণের কথা,
খেলাধুলার ধারাবিবরনীর কথা,
বাজারে, বেচা-কেনার চট-জলদি কথা,
জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনের কথা,
নিরিবিলিতে প্রেমিক প্রেমিকার কথা,
স্বামী -স্ত্রী'র বাকবিতণ্ডার কথা,
মস্তানের তোলাবাজির কথা,
রাজনীতিবিদের কূটচালের কথা,
সবই ক্রমাগত চলছে চলবে
পারিপার্শ্বিক পট পরিবর্তনে,
কথা যে থামেনি কখনও
থেকে থেকে বদলেছে ধারক,
বদলেছে রং, বদলেছে স্বাদ,
বদলেছে গন্ধ, বদলেছে শ্রোতা ৷
 
কথারা কখনও কখনও
শোনেনা কথা,
মানেনা যে বারন,
বিচলিত করে অনুক্ষণ
কেবলই অকারন ৷
 
বন্ধু, কথাকে সামলে রাখো,
// কথা'র চালচিত্র //
মনের মাধুরী দিয়ে আগলে রাখো,
কথাকে সঙ্গে নিয়েই চলতে হবে,
কথাতেই সমাধান,
কথাতেই স্বস্তি ৷
 
কথা তো তেমন কথার
বিধান দেয়নি কখনও,
যা হতেই হবে এমন,
"কারো মুখে কোনও কথা নয়
শুধু কুলুপ এঁটে জোড়া ঠোঁটে
দিন গুজরান জনে জনে" ৷৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी