হঠাৎ যেন বৃদ্ধ হলেম
হঠাৎ ক'রে হচ্ছে মনে
বৃদ্ধ হলেম,
থমকে গিয়ে একটুখানি
জিরিয়ে নিলেম৷
কলের ঘড়ির কেরামতি,
বিদায় নেবে দুহাত তুলে,
বৃদ্ধ বুকের ঘড় ঘড়ানি,
সময় জুড়ে শুধুই কায়েম৷
ইলেকট্রনিক্সের ছটফটানি
দুলছে মানুষ গুনছে সময়,
ভাগ্য হাতে,
ট্রেনে বাসে ট্রামে চলছে লড়াই,
শহর জুড়ে ব্যস্ত সবাই৷
দুলছে মানুষ গুনছে সময়,
ভাগ্য হাতে,
ট্রেনে বাসে ট্রামে চলছে লড়াই,
শহর জুড়ে ব্যস্ত সবাই৷
জীবন স্তব্ধ করা গ্রাম্য মিছিল,
শহরের পথ বেয়ে ব্রিগেডে সামিল,
নিশানা হারিয়ে তারা নিশান হাতে,
শেখানো স্লোগান তাদের চোখে মুখে,
রাজনীতিকের রসালো বুলি,
ঢেকেছে তাদের ছেঁড়া ফাটা ঝুলি,
ফিরবে তারা নিশান গুটিয়ে,
ছোট্ট শিশুটি আছে তাদের পথ চেয়ে৷
শহরের পথ বেয়ে ব্রিগেডে সামিল,
নিশানা হারিয়ে তারা নিশান হাতে,
শেখানো স্লোগান তাদের চোখে মুখে,
রাজনীতিকের রসালো বুলি,
ঢেকেছে তাদের ছেঁড়া ফাটা ঝুলি,
ফিরবে তারা নিশান গুটিয়ে,
ছোট্ট শিশুটি আছে তাদের পথ চেয়ে৷
এত সব সয়ে তারা রয়েছে মানুষ,
যন্ত্রের কলে পড়ে হয় নি ফানুস,
ভাববার অবকাশ নেই যে তাদের,
কখন কিবা হারালেম
যন্ত্রের কলে পড়ে হয় নি ফানুস,
ভাববার অবকাশ নেই যে তাদের,
কখন কিবা হারালেম
কখন কিবা হারালেম
কখন কিবা হারালেম৷৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন