অভিবাদন, তোমায় অভিবাদন




 // অভিবাদন, তোমায় অভিবাদন //


হচ্ছে মনে কেমন যেন 

একলা চোখে চোখ রেখেছি,

আকাশ সাগর প্রেক্ষাপটে,

ছায়াছবির পরদা মাঝে,

টুপ্লা-স্নেহে  কোলটা জুড়ে

প্রথম তোমায় কাঁদতে দেখি ৷


সকাল হলেই "ইওরহোম" 'র

বারান্দাতে জানালা পাশে,

ঠাম্মা কোলে বসেছ চড়ে,

অবাক চোখে তাকিয়ে আছো,

দেখছো মানুষ, দেখছো ঢেউ 

খেলছো খোলনা আপন মনে ৷


লাল মেঝেতে ছুটছো তুমি,

ছোট্ট ছোট্ট আলতো পায়ে,

আদো আদো বোলে,

খাচ্ছ হোচট এধার ওধার ,

কাঁদছো তুমি ঠোঁট ফুলিয়ে ৷


শুনিয়েছি, অনেক গপ্প তোমায়

অবাক হয়ে থেকেছ চেয়ে,

 হেসেছো কখনও

অজানা সঙ্কেতে,

কিম্বা জুড়েছো কান্না,

ছুড়েছো হাত-পা ছড়িয়ে ছিটিয়ে

বিরক্তি জড়ানো আস্ফালনে ৷


হারিয়ে গেছে কয়েক বছর,

দেখা নেই দুজনাতে,

পেরিয়েছে শৈশব তোমার,

কেটেছে কৈশোর,

 ভরপুর যৌবন এখন  

জড়িয়য়েছে জীবন তোমার ৷


 শুনতে পেলাম  হঠাৎ করে,

তোমার নাকি হচ্ছে বিয়ে?

নেমতন্ন পেয়েই হাতে,

সামিল হলেম সংযাত্রীক দলে,

অবাক হোয়ে আমার তুমিকে

পেলাম খুঁজে টোপর মাথায়

এক বরের সাজে ৷


মাঝে, পেরিয়ে গেছে অনেকটা সময়,

শুনেছি, "ইওরহোম" আর নেই সেখানে,

 খেলার সাথী  গুড়িয়ে গেছে  চিরতরে,

 নতুন প্রজন্মের হার্দিক হাতছানিতে ৷

 

আধুনিক সাজে সেজেছে পান্থাবাস,

দেখছে লোকে, বলছে লোকে,

সাবাস, দেবাশিস সাবাস,

দেখছি আমি, শুনছি আমি, বলছি আমি,

 " অভিবাদন বাবুয়া, তোমায় অভিবাদন

তোমায় অভিবাদন

তোমায় অভিবাদন

তোমায় অভিবাদন"|

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी