এক রতি রোদ্দুর


 // এক রতি রোদ্দুর //

এক রতি রোদ্দুর,

টালির খাঁজে খাঁজে খেলা করে,

চাল চিরে,

চুরি 'রে উঁকি মারে,
টোল ভাসা গালে,
উল্কির ছবি আঁকে 
 
এক রতি রোদ্দুর,
চুম্বনে তার শরতের শিশির,
শিউলির কপালে কপোলে,
ঘড়ির তালে তালে,
চাল পেরিয়ে চালে,
নেচে চলে,
এক রতি রোদ্দুর 
 
খেলার অবসরে,
ভাঙা হাটের পথে,
হেলে পড়ে পলাশের ডালে,
ঝুপ 'রে নেমে আসা মেঘ,
নিয়ে যায় তাকে,
নিমেষে চোখের আড়ালে 
 
এক রতি রোদ্দুর,
চাঁদের রূপোলি আলোয়,
ফেলে যায় রঙীন সময়,
চলার গতিতে চলে এগিয়ে,
শ্যামলা মেয়ে প্রদীপ হাতে,
প্রণাম জানায় ইষ্ট দেবতাকে 
 
এক রতি রোদ্দুর,
মিশাইলের দোরে কড়া নাড়ে,
রূপের ঝলক আনে কামানের পিতলে,
যুদ্ধের ক্ষতে উত্তপ্ত প্রলেপ তার,
বারুদের ঘ্রাণে,
পথের ধারে সকাল,
শিশুর উলঙ্গ শরীরে আঁচ ঢালে
এক রতি রোদ্দুর
এক রতি রোদ্দুর
এক রতি রোদ্দুর ৷৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी