প্রজাপতির সাতাশ দিন
প্রজাপতি,
ডানা বেচবে ডানা, ঘর সাজাবো ৷
প্রজাপতি,
ফুল তুলবে ফুল, মালা গাঁথবো ৷
হরেক ফুলের, হরেক মালা,
আমার চাই চাই-ই চাই,
জুঁই সন্ধ্যায় নয়,
লগ্নভ্রষ্টায় ছাদনা তলায় ৷
প্রজাপতি,
ডানা বেচবে ডানা, ঘর সাজাবো ৷
প্রজাপতি,
ফুল তুলবে ফুল, মালা গাঁথবো ৷
সাতাশ দিনের অন্তরে,
এসো ফিরে বারে বারে,
অঙ্গন পেরিয়ে আমার ঘরে,
কেবল বদলে দিও পাখনা,
নতুন রঙে নতুন ঢঙে৷
চাই গো আমার আরও কিছু,
অনেক রঙ, অনেক কিছু,
হিমালয়ের শুভ্রতা চাই,
রূপকামিনীর কোমলতা চাই,
স্বর্ণলতার আঁচল চাই,
কাজল লোটার টিপ চাই,
প্রাণের সখের আয়না চাই,
নজরে নজর ঠুকতে চাই,
বিশেষ বিলাপে নয় পাষাণের বুকে
কোন এক ইঙ্গিতে ইপ্সিত অভিলাষে
প্রজাপতি,
ডানা বেচবে ডানা, ঘর সাজাবো ৷
প্রজাপতি,
ফুল তুলবে ফুল, মালা গাঁথবো ৷।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন