গলার তালে, পাগল হাওয়া
লেগেছে এবার,
গলার তালে,
পাগল হাওয়া,
ছুটছে সে,
ছুটবে সে,
দমবে না সে,
ক্ষইবে না সে,
এ যেন
পাগল মনে
সাঁকো নাড়া
লেগেছে এবার,
গলার তালে,
পাগল হাওয়া।
বইঠার বাহন
হুমড়ি খেয়ে
লুটিয়ে পড়ে,
মেঠো আলে,
নদীর পারে,
হকচকিয়ে
তাকায় মাঝি,
এদিক ওদিক,
ফস্কে গেছে
তার মুঠির রশি,
এবার তাদের
মুক্তি বুঝি
লেগেছে এবার,
গলার তালে,
পাগল হাওয়া।
হাঁক মারে,
গলা ছেড়ে,
পাড়ের মাঝি
শুনছো, ওগো শুনছো,
আগলে রাখো,
শক্ত হাতে,
হালের সাথে,
পালের কাছি
শুনছো, ওগো শুনছো।
বদ্ধদমে ছুটছে নাও,
দমবে না সে,
রুখবে না সে,
শুনবে না সে,
কারো শাষন,
চাইছে সে
মুক্তির স্বাদ
নীলাভ আকাশে নীচে,
প্রাণখোলা বাতাসে
লেগেছে এবার,
গলার তালে,
পাগল হাওয়া।
উত্তুরে হাওয়ায়,
তেওহার শেষে,
সওদা সেরে,
শ্রোতা বোঝাই
এই নাওয়ে,
হাসিমুখে,
এসো ফিরে
এই বাটে।
বরণডালা হাতে,
গ্রাম্য বধু,
ঠায় দাঁড়িয়ে আজও,
ছাওয়াল সাথে,
বুক খোলা গ্রামের
এই ঘাটে
লেগেছে এবার,
গলার তালে,
পাগল হাওয়া
পাগল হাওয়া
পাগল হাওয়া।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন