সোচ্চার হোক নারী কন্ঠ
// সোচ্চার হোক নারী কন্ঠ //
নারীর নাড়ি কেটে পুরুষের আলো দেখা,
নারীর কোলেতে ক্রমে তার বেড়ে ওঠা,
নতজানু হয়ে প্রার্থনায় অর্থ, যশ, শক্তি চাওয়া
নারীকেই শোষন, নারীকেই আঘাত,
নারীকেই পসরা, লালসার শিকারে,
লুন্ঠনে নারীর সম্ভ্রম, নারীকেই ধর্ষণ,
নারীকেই জ্বালিয়ে রাতের আঁধারে,
কামনার কলঙ্ক নির্মূল ধরণীতে চিরতরে।
নারী, আর কত নীচু হবে ঈশ্বর?
দিয়েছো জন্ম কিন্তু কেড়েছো অধিকার
শতাব্দী উতরে শতাব্দী বেঁধেছো তাকে
সংযম, সহ্য সহিষ্ণুতার ঘেরা বাঁকে
ধারণ করতে দিয়েছো আধার
ধরতে বারণ অনেক কিছুই তার
যুগে যুগে সওয়ারি হয়েছে পুরুষ
নারীর পিঠে লাগাম হাতে
অত্যাচার, অবহেলা, লাঞ্ছনায়
গুমরে থাকা মন ঘরের কোনে।
খাঁচার পাখী ডানা ঝাপটায়
চেয়ে থাকে নীলাভ আকাশে
মুক্তির খোঁজ চায় চোখ তার।
দেবী বিসর্জনে নীলকন্ঠ পাখী
উড়ে যায় ডানা মেলে আকাশে
ওকে সে বলে, বলেদিও দরবারে,
সমতা চাইছি আমরা, সহমর্মিতা নয়।
পুরুষের পাশাপাশি চলতে চাই
পরাধীনতা নয় আর, নয় নিগ্রহতা,
অবলা অবগুন্ঠন সরে গেছে আজ,
অবারিত গতি জলে স্থলে অন্তরীক্ষে,
নারী চাইছে স্বাধিকার
ধর্মে, কর্মে, সহবতে,
চিৎকার করে নাড়া নাড়ছে নারী,
বলছে দুনিয়ার তামাম নারী এক হও,
শিরদাঁড়া খাড়া করে চোখে চোখ রাখ,
বলো, আমরাও মানুষ, স্বাধীনতা চাই,
সমস্বরে সোচ্চার হোক,
প্রতিটি প্রতিবাদী নারী কন্ঠ,
বলো আমরা আর অবলা নই,
বলো আমরা প্রতিবাদ করতে জানি,
আমরাও লড়াই লড়তে পারি,
পুরুষের নির্মম নির্যাতন, অত্যাচারের
বিরুদ্ধে নিরপেক্ষ বিচার চাই,
বিচার চাই, বিচার চাই।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন