রক্ত তার এখনও কত শান্ত
রক্ত তার এখনও কত শান্ত
বোধ এমনই হয় যেন
সরীসৃপ নয় অন্য প্রকারান্ত
রক্ত তার এখনও কত শান্ত।
বেড়া টপকে গেছি আমি
নজরের নাচার হতে
বহু যুগ পেছনে ঠেলে
কোন এক ঢেঁকিশালে
দেখি তাকে নজর মেলে
গাল তার যেমন আছে
সেদিনও ছিল তেমনই
ঠেকল বদল শুধু
আঁচল আড়াল করা
শুষ্ক হাসিখানি
রক্ত তার এখনও কত শান্ত
বোধ এমনই হয় যেন
সরীসৃপ নয় অন্য প্রকারান্ত।
আবার পথ ভুলতে বসেছি আমি
ভাবছ এমনই তো ভাবে
পথিক প্রজাতি
যুগের পিঠে ঠেলে যুগ
অখেয়াল অনুশাষনে
দিনের অবসানে
কালো পিচের কোলে
ছায়া তার লুকোয় তেমনই।
ব্যাস্ত মগজ জুড়োতে দেয়নি কিছুই
অকারনে হাঁকাহাঁকি ডাকাডাকি
দিনভর কানাকানি
অপেক্ষায় নিশ্চিন্ত একান্তে
একফালি অবসরে।
অস্তাচলে আঁচল বিছানোর ছলে
চেয়ে থাকি ঢেউ দেখি
বাতাসের গান শুনি
শানানো শীর্ণ গলির পথে
বৈশাখের উরন্ত বাতাস সুরভাজে
আজও তেমনই।
হাতরাতে চাই হাতের
নাগালের খাঁজে
খোয়া যাওয়া জুড়োনো ভালোবাসা
শাসায় শিহরণ শঙ্কিত শঙ্কায়
পাঁজরে পাঁজরে
স্পর্শতার পড়েছে পরশে
বোধে বেয়ে যায় সে
আজ এমনই।
রক্ত তার এখনও কত শান্ত
বোধ এমনই হয় যেন
সরীসৃপ নয় অন্য প্রকারান্ত
রক্ত তার এখনও কত শান্ত।
রক্ত তার এখনও কত শান্ত
বোধ এমনই হয় যেন
সরীসৃপ নয় অন্য প্রকারান্ত
রক্ত তার এখনও কত শান্ত।
বেড়া টপকে গেছি আমি
নজরের নাচার হতে
বহু যুগ পেছনে ঠেলে
কোন এক ঢেঁকিশালে
দেখি তাকে নজর মেলে
গাল তার যেমন আছে
সেদিনও ছিল তেমনই
ঠেকল বদল শুধু
আঁচল আড়াল করা
শুষ্ক হাসিখানি
রক্ত তার এখনও কত শান্ত
বোধ এমনই হয় যেন
সরীসৃপ নয় অন্য প্রকারান্ত।
আবার পথ ভুলতে বসেছি আমি
ভাবছ এমনই তো ভাবে
পথিক প্রজাতি
যুগের পিঠে ঠেলে যুগ
অখেয়াল অনুশাষনে
দিনের অবসানে
কালো পিচের কোলে
ছায়া তার লুকোয় তেমনই।
ব্যাস্ত মগজ জুড়োতে দেয়নি কিছুই
অকারনে হাঁকাহাঁকি ডাকাডাকি
দিনভর কানাকানি
অপেক্ষায় নিশ্চিন্ত একান্তে
একফালি অবসরে।
অস্তাচলে আঁচল বিছানোর ছলে
চেয়ে থাকি ঢেউ দেখি
বাতাসের গান শুনি
শানানো শীর্ণ গলির পথে
বৈশাখের উরন্ত বাতাস সুরভাজে
আজও তেমনই।
হাতরাতে চাই হাতের
নাগালের খাঁজে
খোয়া যাওয়া জুড়োনো ভালোবাসা
শাসায় শিহরণ শঙ্কিত শঙ্কায়
পাঁজরে পাঁজরে
স্পর্শতার পড়েছে পরশে
বোধে বেয়ে যায় সে
আজ এমনই।
রক্ত তার এখনও কত শান্ত
বোধ এমনই হয় যেন
সরীসৃপ নয় অন্য প্রকারান্ত
রক্ত তার এখনও কত শান্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন