প্রতিবাদ করতে জানি

                                     



 মেরুদন্ডটা কখন যে খোয়া গেছে 
 কে জানে, খবর নেই কোন ৷
 প্রতীকী মেরুদন্ডটা এনেছকি?

 এনে  যদি থাক 
রাখ এখানে
পরখ করে দেখতে চাই 
ছুঁতে চাই বুঝতে চাই
গঠন তার হতে হবে কেমন
কতটা ঋজু কতটা কোমল
কতটা মজবুত কতটা ভঙ্গুর ৷

তুমি আসবে বলে
কখন থেকে হাতরাচ্ছি 
খুঁজছি আমি মেরুদন্ডটাকে
আদ্যপান্ত সর্বাঙ্গ জুড়ে
পায়ের চেটো হতে মাথার তালু
নখ থেকে কেশ 
ডাইনে বাঁয়ে সামনে পেছনে
হদিস তার মেলেনি এখনও
যৎপরোনাস্তি বেহাল দশা আমার
কোথায় গেল মেরুদন্ডটা
কোথায়ইবা যেতে পারে
তোমরা দেখেছ কি?
দাঁড়াও দাঁড়াও এক দন্ড
একটু আমায় ভাবতে দাও
তবেকি অকেজো ভেবে 
সেটাকে রেখেছি ভাগাড়ে?
কিংবা বিবেকের সংঘাতে
 ভোগ লালসার দাপটে
কালচক্রে লুপ্ত হোয়েছে 
অস্তিত্ব তার
ধীরে ধীরে চিরতরে?
আচ্ছা এটাওতো হতে পারে
আদৌ সেটা ছিলই না কখন ৷

না না জন্মলগ্ন থেকেই 
রয়েছে সে সঙ্গে সবার
লজ্জায় অসন্মানে 
হয়েছে সে লাচার
সময় এসেছে শুধরে নেবার
ধৈর্যের পরীক্ষায় উতরে যাবার
এসো মেরুদন্ডটা মজবুত করি
মাথা উঁচু করে চোখে চোখ রাখি
বলিষ্ঠ কন্ঠে বলি 
ভয় নেই বন্ধু ভয় নেই
হাতে হাত ধর
ভরসা রাখ মানব বন্ধনে
আমরা প্রতিবাদ করতে জানি
নব জাগরনের ছবি আঁকতে জানি
জয় আর দূরে নয়
ভয় নেই ভয়
হবে জয় নিশ্চয়
 হবে জয় , হবে জয়  ||

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी