সবাই তো বাঁধে বাসা

 


 
// সবাই তো বাঁধে বাসা //

সবাই তো বাঁধে বাসা

ঘর আর বাঁধে কতজন,

ভাল তো সবাই বাসে

মন আর পায় কতজন

সবাই তো বাঁধে বাসা

ঘর আর বাঁধে কতজন|


প্রান্তর পেরিয়েছি বছর বছর

বোঝাকি গেল আজও কারো অন্তর,

সকলেই যায় কোথা 

দেখি সারাক্ষণ,

মন আর পায় কতজন

ভাল তো সবাই বাসে

ঘর আর বাঁধে কতজন||


হয়তো বা অনুরাগে জল 

চোক্ষে আসে

কেউ শোকে, কেউ দু:খে 

আজও তবু হাসে,

কত ছলে খুঁজে ফিরি

কাটে কত ক্ষণ,

ধরা তবু দেয়না গহন

ভাল তো সবাই বাসে

মন আর পায় কতজন

সবাই তো বাঁধে বাসা

ঘর আর বাঁধে কতজন,

 ভাল তো সবাই বাসে

মন আর পায় কতজন

ভাল তো সবাই বাসে

মন আর পায় কতজন||

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी