নিজের চোখে দেখি
যখন যা দেখি
নিজের চোখে দেখি,
যখন যা শুনি
নিজের কানে শুনি,
যখন যা বুঝি নিজেই বুঝি।
রাস্তা দিয়ে চলতে চলতে
হঠাৎ দেখা হ'লে,
তোমার দিকে চোখ মেলে দেখি,
খবরের কাগজের হেডলাইন দেখি,
সিনেমার পোস্টার দেখি,
নিজের চোখে দেখি।
রাস্তা দিয়ে চলার কালে,
কোন অ্যাকসিডেন্ট চোখে পড়লে
থমকে দাঁড়াই,
একবার চেয়ে দেখি,
সামনে তাকিয়ে চলতে থাকি।
মিছিলের মাঝে পড়ে গেলে,
ফাঁক খুঁজি নিজেকে গলাতে,
পেরিয়ে যেতে ওপারে।
অপরের দুঃখ,
নিজের কাছে আপন করে নেব না বলে
পথ খুঁজি নিজেকে এড়িয়ে যেতে,
অপরের ছুটকো - ছাটকা ঝামেলা,
তাও এড়িয়ে যাই ।
স্বপ্ন দেখার সময়,
নিজের মনের ভিতর,
চাওয়া পাওয়ার খুঁটিগুলো
সাজিয়ে নিই অংক কষার মত
পারমুটেশন কমবিনেশন করে ।
যা দেখি নিজের চোখে দেখি,
যা ভাবছি নিজের মত ভাবি,
যা শুনি নিজের কানে শুনি ।
কখনও কখনও চাঁদের দিকে তাকালে,
ইচ্ছে করে মানে মনে,
ভালোবাসার পথ খুঁজি,
নিজের চোখে দেখি,
নিজে ভাবি,
নিজে মনে রাখি ।
পথ চলতি মানুষ দেখলে পরে,
নিজের মনে কোন আঁক কাটি না,
আমি নিজে দেখি, বুঝিনা কিছু ।
কাঁচের গাড়ীতে করে,
পাশ দিয়ে কোনো শব চলে গেলে,
নিঃশব্দে তার করুণ মুখের দিকে দেখি,
নিজের চোখে দেখি,
নিজের মনে ভাবি,
নিজের গতি বুঝি ।
আমি দেখি,
আমি ভাবি,
নিজের চোখে দেখি,
নিজের মনে ভাবি,
নিজের কানে শুনি,
যখন যা বুঝি, নিজেই বুঝি ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন