তুমি ভাবতেই পারো

// তুমি ভাবতেই পারো//

"জীবনের শেষ প্রান্তে প‍ৌঁছে,
ছাড়ছি আমি ধীরে ধীরে, সব ছাড়ব বলে,
নিরন্তর নিস্তারে, আগাপাছতলা ভেবে।"

এমন ভাবনা ভাবালো তোমায় কেমন করে?
ভাবার মতো আছে অনেক কিছুই তোমার কাছে,
আদ‍্যোপান্ত যাচাই করে বাস্তববাদী হতেই পারো।

যে কাল, গেছে চলে, তা যাক,
একাল, অগোছালো রয়েছে এমন,
আলস‍্যে তাও নয় ভেসে থাক,
আগামী দিন হতে পারে কেমন,
তাই নিয়ে কল্পনায় মগ্ন, যে যার মতন,
চুলচেরা বিশ্লেষণে মদত তুমি দিতেই পারো।

বিশ্বজুড়ে কে কেমন আছে,
তা নিয়ে ভাবার এইতো সময়,
না, অনধিকার চর্চা নয় একেবারেই,
চাইলে মতামত তুমি রাখতেই পারো।

চোখ রাখো, বৈদ‍্যুতিক মাধ‍্যমের উত্তেজিত প্রচারে,
খবরে খবর, হিমের হামাগুড়ি শিরায় উপশিরায়,
দামামা বেজেছে যুদ্ধের, বরফের দেশে,
বোমারু বিমান হানছে আঘাত অহরহ,
প্রসূতি সদনে, অসহায় রোগীর হাসপাতালে,
আবাল বৃদ্ধ বনিতা নিস্তার নেই কারো,
গাছপালা পশু পাখি, রেয়াত করেনি তাদেরও,
চারিধারে লাশের স্তুপে ধিক্‌ধিক্‌ আগুন,
বাতাসে রাসায়নিক মারণাস্ত্রের ঘ্রাণ,
নির্লজ্জ শক্তিমানের শক্তির ব‍্যভিচার,
ক্ষমতার লালশায় লিপ্ত ক্ষমতা কায়েমে,
অসহনীয়তা জেগেছে বিশ্ববাসীর অন্দরে অন্দরে,
মারণাস্ত্র হাতে চলেছে তারা মুশকিল আসানে,
সীমানা পেরিয়ে মিলেছে সবাই ভাতৃত্বের বন্ধনে,
পথের পাশে মায়ের কোলে শিশু হাত নাড়ে হাসি মুখে,
নিশ্চিত নয় কেউই, যে গেল সে ফিরবে কবে?
আদ‍্যোপান্ত যাচাই করে বাস্তববাদী হতেই পারো
চুলচেরা বিশ্লেষণে মদত তুমি দিতেই পারো
চাইলে মতামত তুমি রাখতেই পারো
এমন অনুভূতির ভাবনা তুমি তো ভাবতেই পারো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी