আরঙা নদী সাঁতরে যাবো
এখানে এখন মেঘের মেলা
চৈত্র মাসের ঠিক দুপুর বেলা
ছাউনি ছেয়ে কৃষ্ণচূড়া
সময় জুড়ে শুধুই খেলা
এখানে এখন মেঘের মেলা
আমের বনে কুশীর টানে
কিশোরী মন উঠল দুলে
সইয়ের সাথে সঙ্গোপনে
মনের কথা উজার করে
এখানে এখন মেঘের মেলা
চৈত্র মাসের ঠিক দুপুর বেলা
এখন এখানে মেঘের খেলা
ইট পাথরে গরাদ ফেলা
মাঝ বয়েসী কোমর মাজা
যুবতীর বুকে ্জীবণবাঁধা
এখন এখানে মেঘ ভেসেছে
অনেকটা কাল পেড়িয়ে গেছে
মনের সেদিন কষাকষি
মারছে উঁকি মনের কাছে
এখন এখানে মেঘও আসে
মাটির ওপর মানুষ ও আসে
উড়ছে পাখী বাতাস বুকে
বন পেরিয়ে দালান পাশে
খুঁজছি আমি খোঁজার কিছু
ছুটছি শুধু তারই পিছু
দূর থেকে দেখি তোমায়
কুশী হাতে দূবন্ত পানায়
আবার আমি কিশোর হব
কিশোরীর কুশী কেড়ে নেবো
আম বাগানের আল পেড়িয়ে
আরঙা নদী সাঁতরে যাবো
সাঁতরে যাবো, সাঁতরে যাবো
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন