পোটোপাড়ার কেষ্ট পোটো

 




  
তুমি পোটোপাড়ার কেষ্ট পোটো,
দেখার দৃষ্টি মেলে
দেখছি আমি তোমায়,
মাথায় সাদামাখা ঝাঁকরা চুল,
পরনে হাঁটুতোলা ধুতি,
পেট ওঠা মলিন গেঞ্জী,
পায়ের ভারী চপ্পলে
চাপধরা এঁটেলে
এঁটে থাকা পাট চুল,
ছিটিয়েছে রাঙানোর রঞ্জন
হাতের এপাশে ওপাশে
এগাল ওগাল রাঙিয়েছে রংয়ে

তোমার আঙিনায় গড়েছিলে যাদের,
তিলে তিলে, দিবা নিশি অক্লান্ত আয়াসে,
তারাইতো পেরিয়েছে প্রাঙ্গন তোমার,
পায়ে পায়ে, পৌঁছেছে মন্ডপে মন্ডপে
বলনা পোটো পরখ করে দেখি,
দৃষ্টিকে কেড়েছে কেমন
তোমার ঐ নান্দনিক সৃষ্টি
দর্শকের দরবারে মন্ডপে মন্ডপে

চিনতে পারছ পোটো
মন্ডপের বাইরে দাঁড়ানো
তোমার গড়া গড়নকে?
একে একে সেজেছে ওরা
মহিলাপুরুষবৃহন্নলা,
সমকামী পুরুষ  নারী,
রূপান্তরকামী পুরুষ  নারী,
সংশয়ের নেই কোন অবকাশ,
ঈশ্বরের সৃষ্টি জীবন্ত এমনই

তোমার হাতের ছোঁয়া
মুগ্ধ করেছে মন সবাকার,
দেখনা থিম ভাবাচ্ছে কেমন
বলছে সবাই সাবাশ সাবাশ

শুধু ছিটকে গেছ তুমি নিভৃতে,
অপুষ্টির অশক্ত শরীরে,
দমফাটা ভিড়ের দাপটে,
সবাকার অগোচরে,
নালার কাদা পাঁকে

তবুও ভাবছ তুমি এমনই,
বাঁশ কাঠ পাট আঠা
মাটি রং এক সবই,
ফারাক শুধুই পেশীর টান,
আর তুলিতে তোলা দৃষ্টি,
তাই বুঝি তুমি মৃৎশিল্পী,
ভাবছ তুমি মানব দেহে
ঈশ্বরের আরও কি সৃষ্টি
রয়েছে অধরা এখনও,
সেই থিমের টান টানবে
নতুন প্রজন্মকে,
তোমার কাছে বারবার

হয়তো আসবে এমন দিন,
শিল্প নয় শুধু,
শিল্পীও পাবে সন্মান
ভেবে যাও ভেবে যাও শিল্পী,
আমিও ভাবি তুমিও ভাবো।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी