শালিক বউ, শালিক বউ
সাত সকালে শালিক বউ,
উঠোন জুড়ে নাচছো তুমি,
নাড়ছো-চাড়ছো খাচ্ছো ধান,
দেখছো তুমি এধার ওধার
সাত সকালে শালিক বউ,
উঠোন জুড়ে নাচছো তুমি।
শালিক বউ, শালিক বউ,
তুমি কি আমায় চিনতে পারো?
নাকি, পরপুরুষ ঠাউরে তুমি তফাতে থাকো?
মনে পরে, নবান্নে আলাপ তোমাতে আমাতে,
বিন্নি ধানের ক্ষেতে ধান কুড়োতে কুড়োতে
শীতের সোনালী সকালে মনের সুখে।
শালিক বউ, শালিক বউ,
মনে কি পরে তোমার তেমন করে,
শালুক বাদাড়ে জলার ধারে আমরা,
ভর দপুরে নির্জনেতে জোড়ায় বসে,
কখনও বা শুকনো মাটির ঘাসের ওপর
গা নাচিয়ে নাচতে তুমি আপন ঢংয়ে,
খেলার ছলে খুনসুটি তোমার নামটি নিয়ে,
মান অভিমান, অভিযোগ, অনুযোগ,
অবশেষে মানভঞ্জনে গড়ানো
জল তোমার চোখে
মুছিয়ে দিতাম আলতো
ছোঁয়ায় সোহাগভরে।
শালিক বউ, শালিক বউ,
তুমি কি আজও একলা থাকো?
গড়ালে বিকেল,
তুমিও কি ঘরে ফেরো?
বাসা কি তোমার তেমনই আছে যেমন ছিল?
ইচ্ছে করে জানতে আমার তোমায় দেখে,
কাটছে কেমন এই একলা জীবন থরে থরে?
ঝড় বাদলে আজও কি তুমি ভয়ে কাঁপো?
জাপটে ধরতে আগবাড়িয়ে আমায় খোঁজো?
ঘুম কি তোমার আসে চোখে প্রতিরাতে,
আমার কাঁধে মাথা তোমার না নোয়ালে?
শালিক বউ, শালিক বউ,
সইয়েরা কি তোমায় নিয়ে
আজও ঠাট্টা করে?
নাকি সান্ত্বনা দিতে বুকে
তোমায় জপটে ধরে?
তাদের ও কি আমায় নিয়ে প্রশ্ন অনেক?
যার জেরেতে ভরদুপুরে ওরা জটলা করে।
বাগানের ঐ কোনে আম ডালের ফোঁকরে,
বুনেছি বাসা আমি তোমায়
সুখে রাখবো বলে,
তোমায় আমায় গল্প হবে,
গান হবে, কাটবে বেলা,
শালিক বউ, শালিক বউ,
আবার আসবে তো?
থাকবে তো, এইখানেতে
আমার সঙ্গে সারাবেলা?
পাঝাঁপের ঝমঝম শব্দ শুনছি কেন?
কে ওখানে, ওঃ নাতবউ এলে এখনই?
তোমার কি আসার এমনই সময় হ'ল?
শালিক বউ যে আমার উড়ে গেল,
ফ্লাইওভারটা আমায় করেছে আড়াল,
খুঁজতে গিয়ে তাকে,
দৃষ্টিটা যে পথ হারালো,
ওপারটা যে আমার আজও
অধরাই রয়ে গেল
অধরাই রয়ে গেল
অধরাই রয়ে গেল।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন