রাত পাহারা

 



 // রাত পাহারা //


রাতে তুমি কি রোজ 

একাই থাক, রাত পাহারাতে?

কেউকি তোমার সঙ্গী হয়ে

সঙ্গ দিতে এগিয়ে আসে,

গল্পে ,তর্কে ,আহ্লাদে ,

সময়টাকে ভরিয়ে দিতে ? 

রাতে তুমি কি রোজ 

একাই থাক, রাত পাহারাতে?


জানা অজানা ফুলেরা কি

গন্ধে তোমায়  মাতাল করে?

সোহাগভরে বিছিয়ে  আঁচল,

তোমায়  কি তারা জাপটে ধরে?

এমন  পরিবেশে পড়লে পরে,

পুলকিত তুমি হতেই পারো,

তাই বুঝি উচ্ছাস,  তোমায়

আপন ভেবে, উথলে পরে ।

রাতে তুমি কি রোজ 

একাই থাক, রাত পাহারাতে?


নিশীথে, আধার ঘিরে,

বাদুর, প্যাঁচা, আকাশ জুড়ে ,

ধরছে মুঠোয় রাজত্বটাকে,

তুমি কি তাদের চিনতে পারো?

রাতে তুমি কি রোজ 

একাই থাক, রাত পাহারাতে?


দূর হতে আজ ও কি

ভেসে আসে বাতাসে ,

সুরেলা রমণী   কণ্ঠে 

সঙ্গীত, মালকোষ রাগে ,

কানে বাজে নুপুরের শিঞ্জন,

এসরাজের ঝংকার ,

আজ ও কি তুমি চোখের মনিতে

ঝাড়বাতির জলুস জ্বালো?

রাতকে "যেওনা এখনই " বলে

 আঁচল ধরে বায়না করো?

রাতে তুমি কি রোজ 

একাই থাক, রাত পাহারাতে?


ঝলমলে  তারার আকাশটাকে ,

চাঁদোয়ার সাজে সাজিয়ে, 

লাজুক চোখে, লজ্জাকে কি

একান্ত আপন বলে আড়াল করো?

রাতে তুমি কি রোজ

একাই থাক, রাত পাহারাতে?


রাতকে ঘিরেই তো,

রহস্য রোমাঞ্চ বাধে দানা,

মানুষের মনেতে ক্ষণে ক্ষণে ,

তাদের নিয়ে পাতায় পাতায়

লেখক, মন ভোলানো  গপ্প ফাঁদে

শিহরন জাগাতে পাঠক মনে,

কলম কালিতে আঁচড় কাটে।


তুমি যদি রাতকে নিয়ে,

এমন করে ভাবাতে পারো,

রাত পাহারাতে আমি,

সঙ্গ  তোমায়  দিতেই পারি,

আমি তাই চাই, তাই চাই,

বলছি আমি তাই ,

বলছি তাই, বলছি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी