বুক পাতা সোনালী রোদ্দুর
// বুক পাতা সোনালী রোদ্দুর // চলনা চড়ে আসি স্বপ্নিল পৃথিবীর মায়াবী সিঁড়িতে যেখানে হাজারো প্রেমিকার বুক পাতা সোনালী রোদ্দুর আজও আঁক কাটে আকার ইঙ্গিতে চলনা চড়ে আসি স্বপ্নিল পৃথিবীর মায়াবী সিঁড়িতে । এখন ভয় নেই মরীচিকায় মরণ এঁটেছে খিল দোরে তার ছেঁড়া ফাঁটা ঝোলা ঝুলে পরে কৃষাঙ্গ কাঁধ বেয়ে অস্থিতে আড়ি তার অসহায় অবলম্বনে চলনা চড়ে আসি স্বপ্নিল পৃথিবীর মায়াবী সিঁড়িতে। কবিতার বুকে বুক সেঁকে প্রেম আর নয় সচল সেখানে সদর্পে আলিঙ্গন রঙিন শারিরীক ব্যাভিচারে। দক্ষিণের বাতাসে সাদা কালোয় কবিতার পাতা জুড়োয় জ্বালা তার ড্যাব ডেবে চেয়ে থাকা চেরা পাতার খাঁজে ঠিকানা তার গঙ্গা আঁকা চিরকুটে। চলো আসন পাতি স্মরণ সভায় সজাগ শ্রবণে সেদিনের উচ্চারিত বুকের শব্দের কবিতা সোচ্চার হতে চায় ভিতরে আমার। হাতে হাত রাখো জুড়িয়ে আসি অভিলাষ রজনীর আচমানে, ধূপের ধোঁয়ায় আহ্লাদে, লুটোপুটি আদরে চলনা চড়ে আসি স্বপ্নিল পৃথিবীর মায়াবী সিঁড়িতে যেখানে হাজারো প্রেমিকার বুক পাতা সোনালী রোদ্দুর আজও আঁক কাটে আকার ইঙ্গিতে ।।