পুতুল খেলা

  





// পুতুল খেলা //

  

পেক্ষায় ছিলাম, তুমি আসবে,
পুতুল খেলা হবে,
আমায় বলবে, 
কই কবে তোমার পুতুল বিয়ে
ওদের নিয়ে এসো
দেখাও দেখি
রাজকন‍্যা, রাজপুত্তুর
খেলা হবে, ম‍েরাপ বাঁধা হবে,
সানাই বাজবে, আসবে চিত্রকর,
ঘোড়াওয়ালা, হালুইকর,
মিলবে কন‍্যাযাত্রী, বরযাত্রী
সাঙ্গপাঙ্গ, দলবল
পেক্ষায় ছিলাম, তুমি আসবে,
পুতুল খেলা হবে।
ভাবনায় সবই যেন,
বেসুরা আলাপ, এখানে এমনই,
অনুচ্চারিত শব্দে, অগোছালো ঠোঁট
উঠছে কেঁপে বারবার,
সামনে দাঁড়ানো দেয়াল,
এপারে আমার আমি,
ওপারে ওদের আমি,
হারিয়েছে সাগর উজান স্রোতে
নদী পেরিয়ে খাল হয়ে বিলে
 সবই আজ অচেনা লাগে,
সাগরের চওড়া বুকে ওঠে ঝড়,
কাঁপে  বিলাপে, থেকে থেকে,
নিরুত্তাপ বিল, বয়ে চলে
দুকুলকে তুলে কোলে, আপনতালে,
এভাবেই তো একা হয়ে যেতে হয়
বাঁধন আলগা হতে হতে বন্ধন মুক্ত হয়
পেক্ষায় ছিলাম, তুমি আসবে,
পুতুল খেলা হবে
এখন এখানে, সবাই একা হতে চায়,
কেউ আগেও নয়, কেউ পেছনেও নয়,
ছিদ্রান্বেষণে ব‍্যস্ত সকলে,
গাল দিচ্ছে পরস্পরে,
আঘাত হানছে একে অপরকে,
বলছে গলা ছেড়ে,
দুঃখ শুধু তোমারই, সামলে রাখো,
ওর কোন ভাগ হবেনা
সবই যদি খেলা হবে,
আসল তবে কোথায় কবে?
প্রশ্ন নিয়ে প্রশ্নবানে জর্জরিত,
ফুরোতে ফুরোতে এবার ফিরে দেখা,
হয়কি নয়, নয়কি হয়,
কোনটা ঠিক, কোনটা বেশী অধরা,
তবুও তো একা সবাই,
একাই কাটিয়ে যাওয়া,
একাতেই ভালবাসতে শেখা,
একাতেই এভাবে ফুরিয়ে যাওয়া,
নিরবতায়, নিদ্বিধায়, নির্লিপ্ততায়,
অবোধ আক্ষরিক, মূল‍্যবোধে
পেক্ষায় ছিলাম, তুমি আসবে,
তুমি আসবে, তুমি আসবে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একেই কি বলে নরক

লালবাবু

हम हैं भारतवासी