পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ওরা কেউ হারায়নি

ছবি
// ওরা   কেউ   হারায়নি // ওরা কেউ হারায়নি , হারায়নি কেউই , বিলক্ষণ , আছে সবাই তোমার আমার এদের ওদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ।   অবস্থান বিচ্যুতির পর বিঘ্নিত হয়েছে ওদের ব্যাাপ্তি শুধু সংকুচিত অবয়বে অস্তিত্ব গল্প হয়ে , গান হয়ে , কবিতা হয়ে , কথার কথা হয়ে , নতুবা নাটকের সংলাপ হয়ে অথবা মনের গহনে , বিশেষ সংরক্ষিত চারিত্রিক আসনে ।   ওরা কেউ হারায়নি , ওরা বেঁধেছে বাসা বায়ুমন্ডলে , তলব করলেই তল্পিতল্পা সহ হাজির হবে প্রয়োজনে , যেখানে সেখানে , গরহাজিরা যদি ঘটেও থাকে কস্মিনকালে খতিয়ে দেখলে কারণ , দেখবে , ছড়ি হাতে সেই তুমি , তোমার ইচ্ছে তেই , ওদের গমন , আগমন , ওরা হাজির সবাই , কেউ হারায়নি ।   বরাদ্দ নেই বেতনে ওদের , বালাই নেই হাজিরার তাগিদে , নেই কৈফিয়ত তলবে , ধর্মঘট , অনশন , অবস্থান , ওসব ওদের জন্য নয় ওরা চ্ছুত অচ্ছুতের ঊর্ধ্বে ব্যাতিক্রম ওরা ধর্ম অধর্মের বিচারে চলেছে ওরা যুগে যুগে কন্ঠে কন্ঠে করতলে করতলে সভ্যতার সার্বিক সাহচর্যে ।   ওরা কেউ হারায়নি , হারায়নি কেউই খামতি শুধু দেখায় , বোঝায় , অবজ্ঞায় , তোমার , আমার

ভালো থেকো বন্ধু, তবুও মনে রেখো

ছবি
                                                    //  ভালো   থেকো   বন্ধু ,  তবুও   মনে   রেখো  //   স্রোতের   দাপট   সামলে দাঁড়   বাওয়া   হ ' ল   শেষ , বাঁধা   হ ' ল   আগলে   রাখা   নাও এক   অচিন   গাঁয়ের   জীর্ণ   ঘাটে , অশ্বত্থ   গাছের   ঝুলন্ত   ডালে , বেজেছে   বিদ্রোহের   দামামা   এখন পেশিতে   পেশিতে ,  শিরায়   শিরায় ।   ক্লান্ত   আমি   বয়েসের   ভারে , মাথার   ওপরে   উন্মুক্ত   আকাশ , নাওয়ের   নীচে   নিশ্চুপ   নদী , এপারে   ওপারে   পাহাড়ের   ঢালে , ঝোরা   নেচে   চলে   এধারে   ওধারে ।   এক   ঝাঁক   গঙ্গাফড়িং   ছবি   আঁকে রঙিন   মেঘ - ছায়ায়   স্রোতের   বুকে , শান্ত   বনানীতে   দেখি ,  মুক্তির   আনন্দ দলে   দলে   ছুটে   চলা   পরিযায়ী   পাখিদের , নতুন   অস্থায়ী   আস্তানার   সন্ধানে ।   নাওয়ের   পাটাতনে   চিত   হয়ে   আছি , উলঙ্গ   বাতাসে ,  ক্লান্তির   অবসানে , চলেছে   বেশ   বদল   মেঘেদের , ক্ষণে   ক্ষণে , আমার   মণির   মাচায়   বিছোনো   জালে ।   ইচ্ছে   করে   জিজ্ঞেস   করি   তাদের , তোমরা   কি   ভাবছ   আমায়   নিয়ে , এক   তরফা   ভালোবাসা   আজীবন , বনা   যার   যেমনই   থাকনা   ক

মেঘ, নেবে তো সঙ্গে আমায়

ছবি
// মেঘ, নেবে তো সঙ্গে আমায় // ও মেঘ, উড়ছো তুমি ঐ আকাশে, হাসছো তুমি খিল খিলিয়ে, খুঁজছো বুঝি তাকে, যে তোমায় বাঁধবে আপন করে, হৃদয় মাঝে। একি মেঘ? এমন করে নাইয়ে দিলে সাত সকালে, আদর করার আছিলাতে, এ কেমন আবদার বলো, আগে ভাগে জানান না দিয়ে  আচমকা ধরলে জাপটে পেছন থেকে পিছমোড়া করে, হ‍্যাঁ মানছি, তোমার ছোঁয়া পাবো বলে আলোয় দেখার আবেগ বুকে  পাহাড়ের কোলে আছি বসে ভোরের বেলায় ঘাসের ওপর শিশির পায়ে পা বিছিয়ে। আপ্লুত আমি তোমার ছোঁয়ায়, বন্ধ চোখে জড়িয়ে আছি বাঁধতে তোমায় বুকের কায়ায়। আচ্ছা মেঘ, বলো তো যাচ্ছো কোথায়? ফিরবে কবে? ফিরবে যদি, , তবে কোন পথে? ইচ্ছে করে, তোমার সঙ্গে ভেসে যেতে, ঐ আকাশে, আপন ভোলা পাগল সাজে। বলনা মেঘ, নেবেকি আমায়? বড় সাধ আমার কোলে চড়ে তোমার যাবো পৌঁছে পৃথিবীর আনাচে কানাচে, অবাক হয়ে দেখব চেয়ে যৌবনভরা জলোচ্ছ্বাস জলপ্রপাতের, আবেগে আঁকবো চুম্বন শ্বেত শুভ্র শৃঙ্গে শৃঙ্গে, সারি সারি পর্বতে, পেরিয়ে যাবো সাত সমুদ্দুর, নদ, নদী, নাম না জানা খাল বিল, আড়ি পাতবো পাখিদের গুঞ্জনে, গাছপালা, গুল্ম লতার সোহাগে, পশুদের খুনসুটির আদরে, দেশ বিদেশের শিশুদের সঙ্গে প্রাণ ভরে খেলবো আমি মনের সুখে খুঁজবো আমি বাাঁ

আমরা নব - বিশ্ববাসী

ছবি
     https://youtu.be/G9GPIWSBr_I?si=Cq8Owso4JGzkdWed //  আমরা   নব  -  বিশ্ববাসী  //   ওরা   বাঁধন   বাঁধে , বাঁধন   খোলে , ঘাটে   ঘাটে , পারাপারে ।   ভূমিষ্ঠ   হয়েছি   আমি এই   প্রকৃতির   কোলে , উন্মুক্ত   আকাশের   নীচে বেড়েছি   ছোঁয়ায়   ছোঁয়ায় , রোদ ,  বৃষ্টি ,  ঝড়ে ,  মেঘের   ভেলায় ।   যদি   প্রশ্ন   করো ,  জানতে   পরিচয় , বলবো ,  ধারণ   করেছে   ধরিত্রি   আমায় , যদি   ফেরে   প্রশ্ন ,  তোমার   জবানিতে   আবার , " তবে   তুমি   কি   অনাথ "? বলবো   আমি   বারবার , " না ,  অনাথ   নই   তো   আমি , আমি   এক   ভূ - সন্তান " ।   প্রকৃতির   এই   মুক্ত   অঙ্গনে , ভোক্তা   আমি   আকাঙ্ক্ষিত  , তোমরা   আমায় ,  যে   নামেই   ডাকো , ভ্রূক্ষেপ   নেই   আমার ,  ভ্রূকুটিতে   কারোর ।   উৎসুখ   হয়ে   তাকিয়ে   আছো কপালে   আমার , খুঁজছো ,  কোন   ধর্মের   তকমা   লেগেছে জন্মলগ্নে ,  ললাট    লিখনে   আমার ? হয়রান   হওনি   শুধুই , হয়েছো   হতভম্ব ,  হতবাক , সার্বিক   পর্যুদস্ত , কালের - বিধি   লঙ্ঘনে , জাত - পাত ,  গোষ্টি ,  ধর্ম , নেই   কিছুই   যে   পরিধানে ।   পঠন   পাঠন   সব   এই   প্রকৃতিরই