বাঙলাকে নিয়ে স্বপ্ন গড়ি
// বাঙলাকে নিয়ে স্বপ্ন গড়ি // এ ইতো সময় মোহভঙ্গ মেলেছে ডানা, মনেতে, তোমার আমার কিংবা আরও, কারো কারো, শিকড়ের টান শিরদাঁড়া ধরে টানছে কাছে, বলছে, এসোনা বাঙলা নিয়ে মাতি, নীল আকাশের নীচে, হাতে হাত ধরি, চোখে চোখ রাখি, বসন্ত বাতাসে, বাঙলায় গান বাঁধি, গপ্প করি, কাব্য গাঁথি, মন ভরে। ইচ্ছেকরে, বলি সমস্বরে, বাঙলা আমার গুপ্ত মন্ত্র বাঙলা আমার মায়া কখনও সে জননী আমার কখনও সে আমারা জায়া। বাঙলা আমার মায়ের আঁচল আড়াল করেছে আমার সুখ যেখানেই যাই কাছে পেতে চাই বাঙলা মায়ের হাসিমাখা মুখ। ধরণী আমায় ধারণ করেছে এই ভাষাতে, জন্মলগ্নে জুড়েছে জবান এই ভাষাতে, এই ভাষাতেই আজান প্রহর, এই ভাষাতেই মন্ত্র পাঠ, এই ভাষাতেই প্রার্থনা আমার এই ভাষাতেই শিষ্টাচার। যমজ আমরা মায়ের কোলে, পদ্ম, শাপলা দুহাতে দোলে, দুচোখে মায়ের আনন্দ ধারা এপারে বইছে গঙ্গা, যমুনা ওপারের কূলে পদ্মা, মেঘনা। বাউল আজও বাঙলায় গান গায় গাঁয়ে গাঁয়ে চলার পথে মাটির পা'য়। পদ্মার জোয়ারে মাঝি বাইছে দাঁড় মনের সুখে, বাঙলা গীত কন্ঠে তার। ভাষা দিবসে শহীদ, চাইছে শপথ বলছে বন্ধু, হাতে হাত ধরো গলা ছেড়ে বলো সবাই আমরা বাঙলা মায়ের সন্তান বাঙল