কৈ কিছু বলো, কিছু বলো
" কৈ কিছু বলো, কিছু বলো " আমি বেশী কথা বললে তুমি থামতে বলো, আমি আবেগে আপ্লুত হলে তুমি বিরক্ত বোধ করো, আমি কথা কম বললে তুমি বলো, "কৈ কিছু বলো, কিছু বলো"। কবিতার কথা আওড়ালে আমি কান পাতো তুমি আজও, দাম ফেলা ফর্দ হাতে ভ্রু কুঁচকে ঠাওর করো, বলতে কি চাই, বোঝাতে কি চাই। মনে কি পড়ে আজও, জলাধারের পাশে, ছাতিম গাছের ছায়ায়, কাঠের পাটাতনে, কোমর ঠেকিয়ে, নিভৃতে বসে দূজনে, জল দেখতে দেখতে উদাস হলে আমি, তুমি বলতে, "কৈ কিছু বলো, কিছু বলো"। এভাবেই টানাপোড়েনের টানটান, টানাটানি তে, দিন থেকে রাত, রাত ছুঁয়ে দিন, চলেছি তুমি আমি এরা এবং ওরা অগোছালো জীবনযাত্রায়, অভিন্ন হৃদয়ের পাশাপাশি। কখনও কথার আছাড়ে, আলগা হলে মনের বাঁধন, সঙ্গী সাথীকে তফাতে ঠেলে আঁকড়ে ধরি ধড়পড়িয়ে, আপন যে ছিল সেদিন মান অভিমানের সর্বক্ষণের। এভাবেই নিঃশব্দে পেড়িয়ে আসা কাল পেড়িয়ে কাল, অবশেষে, সময়ের প্রশস্ত ব্যবধানে, অনুভূতির সংকীর্ণতায়, মনের গহনে, আজও আমায় ঝাঁকুনি দেয়, বলে "কৈ কিছু বলো, কিছু বলো"।