পোস্টগুলি

জুন, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অভিবাদন, তোমায় অভিবাদন

ছবি
  // অভিবাদন, তোমায় অভিবাদন // হচ্ছে মনে কেমন যেন  একলা চোখে চোখ রেখেছি, আকাশ সাগর প্রেক্ষাপটে, ছায়াছবির পরদা মাঝে, টুপ্লা-স্নেহে  কোলটা জুড়ে প্রথম তোমায় কাঁদতে দেখি ৷ সকাল হলেই "ইওরহোম" 'র বারান্দাতে জানালা পাশে, ঠাম্মা কোলে বসেছ চড়ে, অবাক চোখে তাকিয়ে আছো, দেখছো মানুষ, দেখছো ঢেউ  খেলছো খোলনা আপন মনে ৷ লাল মেঝেতে ছুটছো তুমি, ছোট্ট ছোট্ট আলতো পায়ে, আদো আদো বোলে, খাচ্ছ হোচট এধার ওধার , কাঁদছো তুমি ঠোঁট ফুলিয়ে ৷ শুনিয়েছি, অনেক গপ্প তোমায় অবাক হয়ে থেকেছ চেয়ে,  হেসেছো কখনও অজানা সঙ্কেতে, কিম্বা জুড়েছো কান্না, ছুড়েছো হাত-পা ছড়িয়ে ছিটিয়ে বিরক্তি জড়ানো আস্ফালনে ৷ হারিয়ে গেছে কয়েক বছর, দেখা নেই দুজনাতে, পেরিয়েছে শৈশব তোমার, কেটেছে কৈশোর,  ভরপুর যৌবন এখন   জড়িয়য়েছে জীবন তোমার ৷  শুনতে পেলাম  হঠাৎ করে, তোমার নাকি হচ্ছে বিয়ে? নেমতন্ন পেয়েই হাতে, সামিল হলেম সংযাত্রীক দলে, অবাক হোয়ে আমার তুমিকে পেলাম খুঁজে টোপর মাথায় এক বরের সাজে ৷ মাঝে, পেরিয়ে গেছে অনেকটা সময়, শুনেছি, "ইওরহোম" আর নেই সেখানে,  খেলার সাথী  গুড়িয়ে গেছে  চিরতরে,  নতুন প্রজন্মের হার

স্বপ্নের সৈকতাবাস ইওরহোম

ছবি
  //স্বপ্নের সৈকতাবাস ইওরহোম// ইচ্ছে করে ছুটে যাই একবার পুরীর সমুদ্র সৈকতে গ্রীষ্ম অবসরে, পাঁচ দশক আগে শেষ দেখা  স্বপ্নের সৈকতাবাস "ইওরহোম", শ্বেত প্রাসাদের আঁচল আগলে শ‍্যামলা গায়ে শৈলেন-অনুপমা স্নেহে  দাঁড়িয়ে ছিল সে শান্ত দীপ্তিতে প্রাচীন ঐতিহ্যের ধ্বজা ধারনে। আমার কৈশোর বেলার স্মৃতি ধরা ছিল তার সুখের আঁচলে, শুনেছি সে আর নেই সেখানে, শ্বেতশুভ্র এক পান্থাবাস  নিয়েছে দখল তার, ভাবিনি হারাবে সে এমন করে গোপনে আমার অজান্তে৷ কৈশোর বড় আপন হতে চায় টানে কাছে বার বার, ছুঁতে চায়, ফেলে আসা ছড়ানো সুখ স্মৃতি। জানতে ইচ্ছে হয়, কেমন আছে ওরা পেটচুক্তি ভুড়িভোজ চলছে কি আজও? লক্ষীটকিজের দরজায় সিরাপ সরবৎ, দূর্গাবাড়ির টেবিল টেনিস বোর্ড, মুচিসাহির সৌখিন হরিণ চামড়ার চপ্পল, আজও কি তেমনই, যেমন ছিল সেদিন।  দোতলার বারান্দার এক কোনে, এলিয়ে আলস‍্যের আরাম-কেদারায়, অলস দৃষ্টিতে দেখা গেট পেরিয়ে রাস্তা, বাঁধানো পাড়, পা ঢাকা বালুকা পেরিয়ে  সমুদ্দুরের অনন্ত জলরাশি, আড়ালে আকাশ। পূবের আকাশ রাঙিয়ে যায় স্নিগ্ধ রক্তিম আভায়, ভোর হয় হয়, মানুষের অলস পা ছেপে যায় আবর্তিত ঢেউয়ের তরতাজা ভেজা বালুচরে, ভীত কাঁকড়াছানা ছুটে যায়

হঠাৎ যেন বৃদ্ধ হলেম

ছবি
  // হঠাৎ যেন বৃদ্ধ হলেম //   হঠাৎ ক'রে হচ্ছে মনে  বৃদ্ধ হলেম, থমকে গিয়ে একটুখানি জিরিয়ে নিলেম৷ কলের ঘড়ির কেরামতি, বিদায় নেবে দুহাত তুলে, বৃদ্ধ বুকের ঘড় ঘড়ানি, সময় জুড়ে শুধুই কায়েম ৷ ইলেকট্রনিক্সের ছটফটানি দুলছে মানুষ গুনছে সময়, ভাগ্য হাতে, ট্রেনে বাসে ট্রামে চলছে লড়াই, শহর জুড়ে ব্যস্ত সবাই ৷ জীবন স্তব্ধ করা গ্রাম্য মিছিল, শহরের পথ বেয়ে ব্রিগেডে সামিল, নিশানা হারিয়ে তারা নিশান হাতে, শেখানো স্লোগান তাদের চোখে মুখে, রাজনীতিকের রসালো বুলি, ঢেকেছে তাদের ছেঁড়া ফাটা ঝুলি, ফিরবে তারা নিশান গুটিয়ে, ছোট্ট শিশুটি আছে তাদের পথ চেয়ে ৷ এত সব সয়ে তারা রয়েছে মানুষ, যন্ত্রের কলে পড়ে হয় নি ফানুস, ভাববার অবকাশ নেই যে তাদের, কখন কিবা হারালেম কখন কিবা হারালেম কখন কিবা হারালেম৷ ৷